ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এর ত্রি-বার্ষিক সম্মেলনে হাজী মো. ছফিউল্লাহ মিয়াকে সভাপতি ও আবু নাছের আহমেদকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছ।
রোববার (২৩ অক্টোবর) বিকালে উপজেলার হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এই নতুন কমিটির নাম ঘোষনা করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ এর সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এই কমিটি ঘোষনা করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ এর সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুর সবুর, জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আল মামুন সরকার।
দ্বিতীয় অধিবেশন শেষে উপস্থিত অতিথিরা সভাপতি পদে হাজী মো. ছফিউল্লাহ মিয়া, সহ-সভাপতি হানিফ মুন্সি, সহ-সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক আবু নাসের আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ রুবেল (রুবেল শিকদার), সাংগটনিক সম্পাদক আতাউর রহমান কবির, সদস্য জাকির হোসেন বাদলসহ ৭ জনের নাম ঘোষনা করেন। এই কমিটি পরবর্তিতে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য নির্দেশ দেয়া হয়। পরে জেলা আওয়ামীলীগ এর সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী সভা সমাপ্ত করেন।