ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
রূপগঞ্জে চোরাই মটরসাইকেলসহ চক্রের দুই সদস্য গ্রেপ্তার
  • সাইফুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
  • ২০২২-১০-২৩ ০৯:৪৩:১৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুটি চোরাই মটরসাইকেল উদ্ধারসহ চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩ এর সিপিসি-১ এর সদস্যরা। শনিবার (২২ অক্টোবর) রাতে উপজেলার কাঞ্চন বাজার এলাকার জজ মিয়া মার্কেটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার চরপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে ইমন খাঁন শাওন (২১) ও গন্ধর্বপুর এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে মনির হোসেন (২৬)। রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত/ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, বেশ কিছু দিন ধরেই রূপগঞ্জের বিভিন্ন এলাকায় একটি চোরচক্র চোরাই মটরসাইকেল ক্রয়-বিক্রয় করে আসছিলো বলে র‌্যাবের কাছে সংবাদ ছিলো।

শনিবার রাতে র‌্যাব-৩ এর সিপিসি-১ এর সদস্যরা জানতে পারেন উপজেলার কাঞ্চন বাজার এলাকার জজ মিয়া মার্কেটের সামনে একটি চক্র চোরাই মটরসাইকেল ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদেও ভিত্তিত্বে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করে চোরাই মটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সময় হাতে নাতে ইমন খাঁন শাওন ও মনির হোসেনকে গ্রেপ্তার করে। এছাড়া দুটি চোরাই মটরসাইকেল উদ্ধার করেন।

এ ঘটনায় র‌্যাব-৩ এর সিপিসি-১ এর নায়েব সোবেদার হাফিজ উদ্দিন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। রোববার দুপুরে রূপগঞ্জ থানা পুলিশ আসামীদের নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে।

জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর  অভিযানে ৩৪ টি নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার-০১
কুমিল্লায় প্রতিবন্ধী হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড
দিনাজপুরে শিশু মিরাজ কাজী হত্যা মামলায় দাদা মমতাজকে যাবজ্জীবন কারাদন্ড
সর্বশেষ সংবাদ