ঢাকা মঙ্গলবার, জানুয়ারী ৭, ২০২৫
রূপগঞ্জে চোরাই মটরসাইকেলসহ চক্রের দুই সদস্য গ্রেপ্তার
  • সাইফুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
  • ২০২২-১০-২৩ ০৯:৪৩:১৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুটি চোরাই মটরসাইকেল উদ্ধারসহ চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩ এর সিপিসি-১ এর সদস্যরা। শনিবার (২২ অক্টোবর) রাতে উপজেলার কাঞ্চন বাজার এলাকার জজ মিয়া মার্কেটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার চরপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে ইমন খাঁন শাওন (২১) ও গন্ধর্বপুর এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে মনির হোসেন (২৬)। রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত/ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, বেশ কিছু দিন ধরেই রূপগঞ্জের বিভিন্ন এলাকায় একটি চোরচক্র চোরাই মটরসাইকেল ক্রয়-বিক্রয় করে আসছিলো বলে র‌্যাবের কাছে সংবাদ ছিলো।

শনিবার রাতে র‌্যাব-৩ এর সিপিসি-১ এর সদস্যরা জানতে পারেন উপজেলার কাঞ্চন বাজার এলাকার জজ মিয়া মার্কেটের সামনে একটি চক্র চোরাই মটরসাইকেল ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদেও ভিত্তিত্বে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করে চোরাই মটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সময় হাতে নাতে ইমন খাঁন শাওন ও মনির হোসেনকে গ্রেপ্তার করে। এছাড়া দুটি চোরাই মটরসাইকেল উদ্ধার করেন।

এ ঘটনায় র‌্যাব-৩ এর সিপিসি-১ এর নায়েব সোবেদার হাফিজ উদ্দিন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। রোববার দুপুরে রূপগঞ্জ থানা পুলিশ আসামীদের নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে।

আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে : আসিফ নজরুল
দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস