ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দিনাজপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধিকার বিষয়ক সচেতনামূলক সভা
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২২-১০-২৩ ০৭:৪০:১৬
দিনাজপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোক্তা অধিকার বিষয়ক স্থানীয় ব্যবসায়ীদেরকে নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা বারোটার দিকে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের অডিটোরিয়াম টু তে এই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুমির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিডিএলজি কর্মকর্তা মোখলেসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার মুলতামিস বিল্লাহ, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুশফিকুর রহমান, ক্যাফ এর সদস্য, জেলা বাজার কর্মকর্তা ও সিভিল সার্জন এর প্রতিনিধি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এ সময় ব্যবসায়ীরা বলেন, বাজারে চিনির মুল্য অস্বাভাবিক হারে চাহিদা বৃদ্ধি পাওয়ায় দামও বৃদ্ধি পেয়েছে। চাহিদার তুলনায় যোগান কম থাকায় চিনির দাম কেজি প্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। কিছু কিছু ব্যবসায়ীদের কারণে হতে পারে সিন্ডিকেট করার কারণে চিনির বাজারে কৃত্রিম সংকট দেখা দিতে পারে। তাই প্রশাসন সহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা বাজার মনিটরিং করার মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব হলেও দাবি করেন তারা।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী