ঢাকা মঙ্গলবার, জানুয়ারী ৭, ২০২৫
কালিয়াকৈরে এক নারীসহ ছয় মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
  • ২০২২-১০-২৩ ০৭:৩৬:১৪
গাজীপুরের কালিয়াকৈরে ইয়াবা টাবলেট,গাজা ও হেরোইন সহ ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, খুলনা জেলার রুপসা থানার ডুমুরিয়া এলাকার দিলিপ শীলের স্ত্রী তৃপ্তি শীল(৪৫), গাজীপুরের টঙ্গী থানার আরিচপুর এলাকার সিদ্দিক সিকদারের ছেলে রাসেল(৩০), জামালপুর জেলার বক্সীগঞ্জ থানার বক্সীগঞ্জ এলাকার আবুর ছেলে বিল্লাল হোসেন(৫২),ঝালকাঠি জেলার পাকমোহর এলাকার আনোয়ার হোসেনের ছেলে হিমেল(২৮), গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উলুসারা এলাকার নূরু ইসলামের ছেলে সোহেল(৩০), সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার চরনবীপুর এলাকার রজব আলীর ছেলে কবীর হোসেন(২৮)। রবিবার সকালে উপজেলার মৌচাক হাটিকালচার এলাকা থেকে তিন জন ও উপজেলার উলুসারা এলাকা থেকে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ । পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রের ভিত্তিতে রবিবার সকালে পুলিশের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার মৌচাক এলাকায় হাটিকালচার গেটের সামনে থেকে ১০০০পিচ ইয়াবা ট্যাবলেট ও চার কেজি গাজা সহ তিন জনকে গ্রেফতার করে পুলিশ। ওই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছে। অপরদিকে উপজেলার উলুসারা (এফবি ফুটওয়ার ফ্যাক্টরীর পার্শ্বে) এলাকা থেকে ১০০গ্রাম হেরোইন ও ১৫০পিচ ইয়াবা ট্যাবলেট সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান জানান, মাদক মামলা দিয়ে ওই ছয় আসামীকে দুপুরে গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে : আসিফ নজরুল
দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস