বান্দরবানের দূর্গম পাহাড়ে আলোকিত হবে ১৪ হাজার বাড়ি
- মিঠুন দাশ, বান্দরবান
-
২০২২-১০-২২ ১৩:১৬:৫০
- Print
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন নতুন ভাবে পাহাড়ে বিদ্যুতের আলোতে আলোকিত হবে দূর্গম এলাকার ১৪ হাজার বাড়ি। আর এ লক্ষ্যেই পাহাড়ের হতদরিদ্র পরিবারের মাঝে সোলার প্যানেল বিতরন করছে সরকার।
শনিবার (২২অক্টোবর) সকালে রোয়াংছড়ির তারাছার তালুকদার পাড়ায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ণ বোর্ডের অর্থায়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১হাজার ২শ ৪৩টি সোলার প্যানেল বিতরণ কালে মন্ত্রী এ কথা বলেন।
এসময় মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার জনগোষ্ঠীর জন্য খুবই আন্তরিক । প্রধানমন্ত্রীর নির্দেশেই প্রতি ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দেওয়ার লক্ষ্যে অতি দূর্গম এলাকাগুলো, যেখানে বিদ্যুৎ পৌছায়নি সেসব এলাকার জনগনের জন্য বিনামূল্যে এই সোলার প্যানেল পৌঁছে দেওয়া হচ্ছে।
এতে আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ণ বোর্ডের প্রকল্প পরিচালক হারুন অর রশিদ, বান্দরবান পুলিশ সুপার মো.তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. লুৎফর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত, জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.খোরশেদ আলম চৌধুরীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
উল্লেখ্য যে, বিতরন কৃত প্রতিটি ১০০ওয়াট সোলার প্যানেল যা থেকে প্রতিটি পরিবার ৪টি এলইডি বাল্ব, ১টি সিলিং ফ্যান, ১টি টিভিসহ নানা ইলেট্রনিক সামগ্রী ব্যবহার করতে পারবেন।