ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
ফরিদপুরে চিনির পাইকারি ও খুচরা দোকানে ভোক্তা অধিদপ্তরের অভিযান
  • ফরিদপুর প্রতিনিধিঃ
  • ২০২২-১০-২২ ১১:৫৯:০১
ফরিদপুরে হঠাৎ করে চিনির বাজার অস্থিতিশীল হওয়ায় বাজার নিয়ন্ত্রনে জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিপ্তর অভিযান পরিচালনা করেছেন। আজ ২২ অক্টোবর ২০২২, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকেরর অর্পিত ক্ষমতাবলে এবং ফরিদপুর জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ এর নেতৃত্বে সদর উপজেলার চকবাজার ও ঝিলটুলীতে চিনির পাইকারি ও খুচরা দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ধার্য্যকৃত মূল্য থেকে চিনির মূল্য বেশি রাখা, চিনির ক্রয় রশিদ না থাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য যথাযথভাবে সংরক্ষণ না করার অপরাধে চকবাজারে মেসার্স মা স্টোরকে ৫ হাজার টাকা এবং ঝিলটুলীতে স্বপ্ন সুপার শপ কে ১০ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এছাড়াও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের গোডাউনে চিনির মজুদ, সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। বেলা ১১ টা হতে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এসময় জনাব মোঃ বজলুর রশিদ খান, জেলা স্যানিটারি ইন্সপেক্টর, সিভিল সার্জন অফিস ও জেলা পুলিশের ১টি টিম এবং চকবাজার বণিক সমিতির সহ-সভাপতি এ কে এম কিবরিয়া স্বপনসহ নেতৃবৃন্দ উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন। ফরিদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক।
দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ