বান্দরবানে কারিতাস বাংলাদেশের ৫০ বছর উপলক্ষ্যে সুবর্ণজয়ন্তী উদযাপিত
- মিঠুন দাশ, বান্দরবান
-
২০২২-১০-২২ ১১:৪২:৩৪
- Print
ভালোবাসা ও সেবাপূর্ণ পথে চলার গৌরবময় ৫০ বছর পূর্তি উপলক্ষে বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে কারিতাস বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) সকালে বান্দরবানের রাজার মাঠ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে অরুণ সারকী টাউন হলে এসে শেষ হয়। পরে অরুণ সারকী টাউন হল প্রাঙ্গণে কারিতাস চট্টগ্রাম অঞ্চলের আয়োজনে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা ও কারিতাস বাংলাদেশের পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে কারিতাস বাংলাদেশের ৫০ বছর পূর্তি অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবর্ণজয়ন্তী উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন, কারিতাস বাংলাদেশ সাধারণ পরিষদের সদস্য রেভাঃ ফাদার লেনার্ড সি রিবেরু, কারিতাস বাংলাদেশ চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক রিমি সুবাস দাশ, নির্বাহী পরিচালক সেবাষ্টিয়ান রোজারিও, রেড় ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, কারিতাস বাংলাদেশ বান্দরবান বিটিটিসির অধ্যক্ষ রাখাল দাশসহ কারিতাস বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চল ও বান্দরবানের বিভিন্ন এলাকার কারিতাসের কর্মকতা ও উপকারভোগীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, দেশের উন্নয়নে কাজ করছে কারিতাস। তিনি আরো বলেন, কারিতাস সার্বজনীন প্রতিষ্ঠান হিসেবে দরিদ্র মানুষের জন্য কাজ করেছে। তিনি কারিতাসকে আহবান জানাই যাতে তৃণমুল পর্যায়ের দরিদ্র মানুষের উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখতে পারে। তিনি কারিতাসে কারিগরি শিক্ষা অবদানের কথা স্মরণ করেন এবং কারিগরি শিক্ষার প্রসারে এ সংস্থার কার্যক্রম বৃদ্ধির গুরুত্বারোপ করেন। তিনি জনগণের চাহিদার প্রতি সঙ্গতি রেখে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে ভবিষ্যত কাজ হাতে নেয়ার জন্য কারিতাসের প্রতি আহবান রাখেন। তিনি বলেন, সরকারি ও বেসরকারি পর্যায় হতে প্রদত্ত সহায়তাসমূহ যথাযথ ব্যবহার করতে হবে। তিনি দেশের উন্নয়নে ভূমিকা রাখতে সরকারের পাশাপাশি এনজিওদেরও সমানতালে কাজ করার আহবান জানান।