ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
  • এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু,পটুয়াখালী
  • ২০২২-১০-২২ ১০:৪৬:০৫

পটুয়াখালীতে  র্্যালী, আলোচনা সভা ও লিফলেট বিতরনের মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস -২০২২ পালিত হয়েছে।

শনিবার (২২.১০.২২) সকাল ৯টায়  জেলা প্রশাসন ও বিআরটি এ উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক  বর্ণাঢ্য র্্যালী শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে  জেলা শিল্পকলা একাডেমীর প্রাঙ্গনে এসে র্্যালী শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমীতে অতিরিক্ত জেলা প্রশাসক(আইসিটি) শেখ আবদুল্লাহ আল সাদিদ এর সভাপতিত্বে   দিবসের প্রতিপাদ্য " আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি" বিষয় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হুমায়ুন কবির। 

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, যুগ্ম সাধারন সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, জেলা পুলিশ পরিদর্শক দেওয়ান জগলুল হাসান,  জেলা বাস- মিনিবাস মালিক সমিতির সভাপতি মোঃ রিয়াজ মৃধা, সিনিয়র সহ-সভাপতি গোলাম মাওলা দুলু, জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সাবেক কাউন্সিলর মনিরুল আলম স্বপন খন্দকার প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রোডস ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) পটুয়াখালীর সহকারী পরিচালক মোঃ আব্দুল জলিল মিয়া, পটুয়াখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স, কাউন্সিলর মোঃ দেলোয়ার হোসেন আকন,  জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাহাবুদ্দিন হাওলাদার প্রমুখ। র্্যালী ও আলোচনা সভায় জেলা প্রশাসন ও বিআরটিএ এর কর্মকর্তা-কর্মচারীসহ জেলা পরিবহন বাস, ট্রাকের মালিক ও শ্রমিকবৃন্দ।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত