ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
সাত দফা দাবিতে পটুয়াখালীতে হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের গণঅনশন
  • পটুয়াখালী প্রতিনিধিঃ
  • ২০২২-১০-২২ ১০:৪৪:১৪

সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে সকাল-সন্ধ্যা গণঅনশন কর্মসূচী পালন করছে হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ পটুয়াখালী জেলা শাখা। শনিবার সকাল থেকে শহরের লঞ্চ টার্মিনাল সংলগ্ন রাস্তার পাশে এ কর্মসূচি পালিত হচ্ছে। হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ ও পুজা উদযাপন পরিষদের জেলা ও বিভিন্ন  উপজেলার নেতৃবৃন্দ এ কর্মসূচীতে অংশগ্রহন করেন। হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ পটুয়াখালী জেলা শাখার সভাপতি অতুল দাসের সভাপতিত্বে গন অনশন কর্মসূচীর সাথে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর হোসেন, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ভিপি আব্দুল মান্নান, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ পটুয়াখালী জেলা শাখার সভাপতি স্বপন ব্যানার্জী জেলা জাসদ সভাপতি দেলোয়ার হোসেন দিলিপ প্রমুখ।

এসময় বক্তারা সরকারের কাছে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ন, বৈষম্য বিলোপ আইন প্রনয়ন, দেবত্তর সম্পত্তি সংরক্ষন আইন প্রনয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভুমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন ও সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভুমি কমিশন গঠনের দাবি জানান।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত