ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
পুঠিয়ার শ্রীরামপুরের বিল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
  • সাজেদুর রহমান জাহিদ, পুঠিয়া(রাজশাহী)
  • ২০২২-১০-২২ ১০:২৮:৪৫

রাজশাহীর পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়নের শ্রীরাপুরের বিল থেকে অজ্ঞাত এক যুবকের(২৮) লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ । 

জানাগেছে, শনিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার শ্রীরামপুর এলাকার বিলের বেরিবাঁধের নিচে ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও এলাকা বাসির ধারনা করছেন,গত রাতে কেউ হত্যা করে লাশ ওই স্থানে ফেলে গেছে। নিহত যুবকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান পুঠিয়া থানার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন।

তিনি বলেন, লাশটি বেরিবাঁধের নিচে বিলের পানিতে  উদ্ধার করা হয়েছে।  আলামত সংগ্রহের জন্য সিআইডি ঘটনাস্থলে আসে। আলামত সংগ্রহ শেষে লাশের ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন,  নিহত যুবকের মাথায় গভীর ক্ষত রয়েছে। ধারনা করা হচ্ছে, গত রাতেই কেউ তাকে হত্যা করে লাশ ওই বিলের ধারে ফেলে গেছে। নিহত যুবকের পরিচয় মেলেনি। তবে আমরা তার পরিচয় সনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছি। 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী