ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
মরহুম পিতার সমাধিতে শ্রদ্ধা জানালেন নৌ প্রতিমন্ত্রী
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২২-১০-২১ ০৯:১৪:৩৪

দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী মরহুম পিতা আব্দুর রৌফ চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকীতে সমাধিতে ফুলদিয়ে শ্রদ্ধা জানালেন পুত্র নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। 

আজ শুক্রবার (২১ অক্টোবর) সকাল ৮ টায় জেলার বোচাগঞ্জ উপজেলার ধনতলা চৌধুরীপাড়াস্থ নিজ বাসভবন মরহুমের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নৌ প্রতিমন্ত্রী। 

র্দীঘক্ষন পিতার কবরের পাশ্ েদাঁিড়য়ে দোয়া কেরাত ও মাগফেরাত কামনা করেন এবং পিতার জন্য নীরবে চোখের কোনায়  অশ্রæ বেয়ে পড়ায় বার বার চোখের অশ্রæ মুছতে দেখা গেছে । এর একে একে পরিবারের অন্যান্য সদস্যরা ও আত্মীয় স্বজন ও আওয়ামী লীগের বিভিন্ন স্থারের নেতাকর্মীরা ফুল দিয়ে সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর কবরে পুস্প স্থাপন করেন । 

সকাল ৮টায় পুত্রের শ্রদ্ধা নিবেদনের পর আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মরহুমের স্ত্রী রমিজা চৌধুরী, জেলা আওয়ামী লীগের নেতাকর্মী , উপজেলা উপজেলা আওয়ামী লীগ, আওয়ামী লীগের অঙ্গ সংসঠনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক ফোরামসহ বিভিন্ন সংগঠন মরহুমের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। 

একদিন বিকাল ৫ টার দিকে  সেতাবগঞ্জ আব্দুর রৌফ চৌধুরী অডিটরিয়ামে বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক স্মরণসভার আয়োজন করেন। 

উল্লেখ্য যে গত ২০০৭ সালের ২১ আগষ্ট মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী আব্দুর রৌফ চৌধুরী মৃত্যুবরণ করেন। দিবসটি পালন উপলক্ষে আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশন, বোঁচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচী পালন করেন।

দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ