নারায়ণগঞ্জের রূপগঞ্জে চোলাই মদ তৈরির সরঞ্জামসহ রাসেল মিয়া নামের এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ অক্টোবর) ভোরে উপজেলার পূর্বাচল উপশহরের ২৪ নং সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাসেল মিয়া পূর্বাচল উপশহরের ২৪ নং সেক্টর এলাকা ধানছি গ্রামের সোলায়মান মিয়ার ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, মাদক কারবারী রাসেল মিয়া ও তার সহোদর কাইয়ুম মিয়া, নাইম মিয়া, সায়েম মিয়া, বাবু মিয়ারা দীর্ঘদিন যাবৎ ওই এলাকায় অবৈধভাবে চোলাই মদ তৈরি করে আসছিলেন।
গোপন সংবাদদের ভিত্তিতে শুক্রবার ভোরে পুলিশ অভিযান পরিচালনা করে চোলাই মদ তৈরির এ্যালমুনিয়ামের একটি বড় পাতিল, একটি গ্যাসের চুলা, দুটি প্লাষ্টিকের ড্রাম ও তৈরি করা সাত লিটার চোলাই মদসহ রাসেল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। তবে তার সহোদর কাইয়ুম মিয়া, নাইম মিয়া, সায়েম মিয়া ও বাবু পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইন মামলা করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তাতারকৃত রাসেল মিয়াকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।