ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
নিহত রাবি শিক্ষার্থী শাহরিয়ারের লাশ গ্রামের বাড়ি দিনাজপুরে দাফন সম্পন্ন
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২২-১০-২০ ১৩:২৩:৫৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফলের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে নিহত মার্কেটিং বিভাগের শেষ বর্ষের ছাত্র গোলাম মুস্তাক শাহরিয়ারের লাশ গ্রামের দিনাজপুরে দাদা দাদির কবরের পাশে দাফন সম্পন্ন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে দিনাজপুর জেলার বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের বেতুরা গ্রামের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

এর আগে রাজশাহী থেকে একটি লাশবাহী গাড়িতে নিহত রাবি শিক্ষার্থী গোলাম মুস্তাক শাহরিয়ার এর মৃতদেহ বিকাল সাড়ে তিনটার দিকে তার নিজ গ্রামের বাড়ি দিনাজপুর জেলার বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের বেতুরা গ্রামের পৌঁছে যায়। শাহরিয়ারি লাশ গ্রামের বাড়ি ভিতরে পৌঁছলে আশপাশের শত শত নারী পুরুষ শেষবারে দেখার জন্য তার গ্রামের বাড়িতে ভিড় জমায় পরে শেষবারের দেখার পর বিকাল চারটা ৩০ মিনিটে তার লাশ দ্বিতীয়বারের মতো স্থানীয় আব্দুল আজিজের  চাতালে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। বিরল সেন্ট্রাল মাদ্রাসার পরিচালক হাফেজ মোহাম্মদ আব্দুর রশিদ জানাজার নামাজে ইমামতি করেন। জানাজার নামাজ শেষে শাহরিয়ার এর নিজ বাড়ির পাশেই পারিবারিক কবরস্থান দাদা দাদির কবরের পাশেই তাকে দাফন  করা হয়।

শাহরিয়ার লাশের সাথে তার বিশ্ববিদ্যালয়ের শতাধিক বন্ধুবান্ধব শিক্ষক তার গ্রামের বাড়িতে লাশের সাথে এসেছে এবং তার শোকসন্তপ্ত পরিবারকে সমবেতনা জানিয়েছেন। তার পরিবারে মা বাবা এক বোন ও এক বড় ভাই রয়েছে তারাও শোকে অনেকটাই শোকাহত।

শাহরিয়ারের লাশ শেষবারের মতো দেখার জন্য গ্রামবাসীরা জড়ো হয়েছে। লাশ দেখার জন্য তার জানাজার নামাজে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব পুলিশ প্রশাসন সহ গণ্যমান্য মুসুল্লিরা উপস্থিত ছিলেন।

নিহতরাবি শিক্ষার্থী গোলাম মুস্তাক শাহরিয়ার দিনাজপুর জেলার বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের বেতুরা গ্রামের সাবেক সেনা সদস্য গোলাম মোস্তফার দ্বিতীয় পুত্র।

উল্লেখ্য যে গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাবিবুর রহমান হলের ৩৫৪ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী ছিলেন। একই হলের বারান্দা থেকে নিচে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হয়েছিলেন। আহত গোলাম মুস্তাক শাহরিয়ারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মৃত্যুবরণ করেন।

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ১ যুবক নিহত
দিনাজপুরের ফুলবাড়ীতে পিক-আপ ভ্যানের ধাক্কায়  চার্জার ভ্যানের এক যাত্রি নিহত: আহত ৩
সিরাজগঞ্জ ৩টি উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা
সর্বশেষ সংবাদ