ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
পার্বতীপুরে হরিজন সম্প্রদায়ের হোটেলে প্রবেশে বাঁধায় অপৃতিকর ঘটনা
  • মামুনুর রশিদ, পার্বতীপুর (দিনাজপুর)
  • ২০২২-১০-১৯ ১১:২৯:৫১

দিনাজপুরের পার্বতীপুরে হরিজন সম্প্রদায়ের হোটেলে প্রবেশের বাঁধা দেয়ার পাশাপাশি অপৃতিকর ঘটনার অভিযোগ উঠেছে। বুধবার সকাল ১১টার দিকে শহরের মুক্তিযোদ্ধা হোটেল এন্ড রেস্টুরেন্ট এ ঘটনা ঘটে। এঘটনায় দুপুরেই প্রতিকার চেয়ে পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভূক্তভোগীরা।

জানা গেছে, বুধবার সকালে হরিজন সম্প্রদায়ের লালা নামে এক যুবক হোটেলে প্রবেশ করতে গেলে হোটেলের কমচারীরা তাকে বাধা দেয়। এসময় উভয় পক্ষের মাঝে বাক বিতন্ডার এক পর্যায়ে উত্তেজিত অবস্থার সৃষ্টি হয়। পরে ওই যুবকের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করার পাশাপাশি তার সম্প্রদায়ের অন্যদের ডেকে আনেন। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হোটেল মালিকদের সাথে কথা বলেন। এসময় আন্তরিকতার সাথে স্থানীয় হোটেল মালিকরা হরিজনদের হোটেলে প্রবেশের অনুমোতি দেন। এর পর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহার উপস্থিতিতে তারা মুক্তিযোদ্ধা হোটেলে গেলে সেখানে কর্মরত শ্রমিকেরা কাজ বন্ধ করে দেন। সেই সাথে উত্তেজিত জনতা এ সিদ্ধান্ত না মেনে তাদের হোটেলে প্রবেশে বাঁধা প্রদান করেন।

অজয় রায় নামে হরিজন সম্প্রদায়ের এক যুবক বলেন, দেশে আমাদের ভোটের দাম আছে, আমরা যে টাকা নেই সাধারণ মানুষও যদি সেই টাকা নিতে পারেন, সুইপার পদে সাধারণ মানুষ চাকুরী নিতে পারলেও হোটেলে প্রবেশের ক্ষেত্রে আমাদের কেন বাধা প্রদান করা হয়? এর মাধ্যমে আমাদের মানবাধিকার ক্ষুন্ন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা বলেন, হরিজন সম্প্রদায়ের লোকজনকে হোটেলে প্রবেশের বাধা দেয়ার ঘটনায় অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়। পরে হোটেল মালিকদের নিয়ে বসে বিষয়টি সমাধান করা হয়েছে।
পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক বলেন, হরিজনদের সাথে হোটেলে প্রবেশে বাধার এমন একটি ঘটনা শুনেছি। তারা আমাকে একটি লিখিত অভিযোগও দিয়েছেন। আইনশৃঙ্খলা মিটিং এ বিষয়টি উপস্থাপন করা হয়েছে।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত