ঢাকা রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
কুলাউড়ায় তিনটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা
  • কুলাউড়া প্রতিনিধিঃ
  • ২০২২-১০-১৯ ১০:২১:৩৯

মৌলভীবাজারের কুলাউড়ায় বিএসটিআইর অনুমোদন ছাড়া পণ্য বাজারজাতের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে পৌর শহরের অবস্থিত দুটি বিস্কুট তৈরী দুটি কারখানা এবং একটি বিশুদ্ধ পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।

 জানা যায়, পৌর এলাকায় অবস্থিত রিমা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পণ্য তৈরী করে বাজারজাত করায় ৪০ হাজার টাকা জরিমানা ও সান ড্রিংকিং ওয়াটার অনুমোদন না নিয়ে বিএসটিআইয়ের ভূয়া লগো ব্যবহার করে পানি বিক্রি করায় ২৫ হাজার টাকা এবং একই কারণে উছলাপাড়ায় অবস্থিত মডার্ণ বেকারি এন্ড কনফেকশনারীকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাথে ছিলেন বিএসটি আই সিলেট অঞ্চলের পরিদর্শক মো. ইয়াসির আরাফাতসহ থানা পুলিশের একটি দল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর  অভিযানে ৩৪ টি নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার-০১
কুমিল্লায় প্রতিবন্ধী হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড
দিনাজপুরে শিশু মিরাজ কাজী হত্যা মামলায় দাদা মমতাজকে যাবজ্জীবন কারাদন্ড
সর্বশেষ সংবাদ