ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
কালিয়াকৈরে স্ত্রীকে জবাই, শ্বাসরুদ্ধ অভিযানে স্বামী গ্রেপ্তার
  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
  • ২০২২-১০-১৯ ১০:১৪:৫১
গাজীপুরের কালিয়াকৈরে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যার পর ঘরের দরজা-জানালা বন্ধ করে নিজেকে সেই অস্ত্রের মুখে জিম্মি করে রাখে স্বামী। এ ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের শ্বাসরুদ্ধকর  অভিযানের পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হরিণহাটি এলাকায়  বুধবার।
 
নিহত হলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার হেলালিপাড়া এলাকার রুবেল হোসেনের  স্ত্রী শামসুন্নাহার শিলা ওরফে মামুনি (২৬)।
 
এলাকাবাসী, নিহতের পরিবার, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত ১০/১২ বছর আগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার হেলালিপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে রুবেলের সঙ্গে তার ফুফাতো বোন একই এলাকার শামসুল হকের মেয়ে শিলার প্রেমের সম্পর্কের জেরে তাদের বিয়ে হয়। কিন্তু তাদের বিয়ের বিষয়টি পরিবারের লোকজন মেনে নিতে পারেনি। পরে তারা স্বামী-স্ত্রী দুজনে জীবিকার খোঁজে গাজীপুরের কালিয়াকৈরে আসেন। কিন্তু বছরখানেক আগে তারা উপজেলার হরিণহাটি এলাকার জংসের আলীর কলোনীর একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস শুরু করে। সেখানে ভাড়া থেকে তারা দুজনে স্থানীয় পোশাক কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। এরই মধ্যে পোশাক কারখানার কাজটি ছেড়ে দেন স্বামী রুবেল। এ বিষয় নিয়েও তাদের স্বামী-স্ত্রীর মধ্যে মাঝে মাঝে ঝগড়া-বিবাদ হতো। বুধবার সকালেও তারা স্বামী-স্ত্রী দুজনে রান্না-বান্না করে খাওয়া-দাওয়াও করেন। কিন্তু হঠাৎ করেই তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায় স্ত্রীকে টেনে-হেচড়ে তাদের ভাড়া কক্ষের ভিতরে নিয়ে দরজা-জানালা বন্ধ করে দেয় স্বামী রুবেল। এ সময় রুবেল  ধারালো বটি দিয়ে এলোপাথারি কুপাতে থাকলে বাঁচাও বাঁচাও বলে ডাকচিৎকার করে স্ত্রী শিলা। কক্ষের বাইরে থেকে পাশের ভাড়াটে লোকজন তাকে বাঁচাতে চাইলেও দরজা খুলেনি পাষন্ড স্বামী রুবেল। এক পর্যায় বটি দিয়ে জবাই করে তাকে হত্যার পর কক্ষের ভিতরে স্ত্রীর রক্তাক্ত লাশের পাশে বসে থাকেন রুবেল। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে নিহতের লাশ ও ঘাতক স্বামীকে আটকের চেষ্টা করে। কিন্তু ঘাতক স্বামী তার নিজের গলায় সেই ধারালো বটি ধরে নিজেকেই জিম্মি করে। এ সময় তিনি পুলিশের উদ্দেশ্যে বলেন, দরজা ভেঙ্গে বা কোন ভাবে ঘরের ভিতরে ঢুকার চেষ্টার করলে আমার হাতে থাকা অস্ত্র দিয়ে আমি নিজেকেও শেষ করে দিবো। খবর পেয়ে কালিয়াকৈর থানার ওসি আকবর আলী, তদন্ত ওসি আবুল বাশারের নেতৃত্বে একদল পুলিশ ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ওই ঘরে প্রবেশের চেষ্টা করে। অবশেষে প্রায় দুই ঘন্টা শ্বাসরুদ্ধ অভিযান চালিয়ে ঘাতক স্বামীকে গ্রেপ্তার করে। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে হত্যাকান্ডের কারণ এখনো উদঘাটন করতে পারেনি পুলিশ। 
গ্রেপ্তারকৃত ঘাতক স্বামী রুবেল হলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার হেলালিপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে।
 
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, ওই হত্যাকান্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও ঘাতক স্বামী নিজেকে অস্ত্রের মুখে জিম্মি করে। সে বিষয়টি গুরুত্ব দিয়ে উর্ধ্বতন কতৃপক্ষ ও ফায়ার সার্ভিসকে অবগত করা হয়। এরপর তার হাতের বটি দিয়ে যাতে অন্য কাউকে আঘাত বা নিজে খুন হতে না পারে। সে বিষয়টি গুরুত্ব দিয়ে কৌশলে অস্ত্রধারীকে নিরস্ত্র করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তদন্ত সাবেক্ষে হত্যার কারণ উদঘাটন করা যাবে। এছাড়া হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ