ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে ওচমান গনি পাটওয়ারী পুননির্বাচিত
  • শাহাদাত হোসেন শান্ত, চাঁদপুর
  • ২০২২-১০-১৭ ০৯:৪২:৪৮
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ওচমান গনি পাটওয়ারী। চাঁদপুর সদর উপজেলায় মোবাইল প্রতীকে ওচমান গনি পাটওয়ারী পেয়েছেন ৭৩৮ ভোট এবং তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আনারস প্রতীকে জাকির হোসেন প্রধানীয়া পেয়েছেন ৫২২ ভোট। ভোটের ব্যবধান ২১৬। ১৭ অক্টোবর সোমবার বিকেলে এ ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কামরুল হাসান। এ নির্বাচনে সদস্য পদে চাঁদপুর সদরে বিজয়ী হয়েছেন মনিরুজ্জামান মানিক পাটওয়ারী, হাজীগঞ্জে বিল্লাল হোসেন, শাহরাস্তিতে জাকির হোসেন পাটোয়ারী, ফরিদগঞ্জে আলী আক্কাছ, মতলব দক্ষিণে আল আমিন ফরাজী, মতলব উত্তরে আলউদ্দিন সরকার, কচুয়ায় তৌহিদুল ইসলাম, হাইমচরে খোরশেদ আলম। অন্যদিকে চাঁদপুর সদর-ফরিদগঞ্জ-হাইমচরে সংরক্ষিত মহিলা সদস্য পদে বিজয়ী হয়েছেন আয়শা রহমান লিলি, কচুয়া-মতলব উত্তর-মতলব দক্ষিণে তাছলিমা আক্তার আঁখি, হাজীগঞ্জ-শাহরাস্তিতে জান্নাতুল ফেরদৌস। উল্লেখ্য, ওচমান গনি পাটওয়ারী এর আগেও জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী