ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদে শান্তিপূর্ণ ভোট চলছে
- মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
-
২০২২-১০-১৭ ০০:৪৩:০১
- Print
ব্রাহ্মণবাড়িয়ায় শান্তিপূর্ণভাবে চলছে জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে ৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে দুপুর ২টা পর্যন্ত। সবকটি কেন্দ্রেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ চলছে।
ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তায় ৩৬২ জন পুলিশ সদস্য মোতায়েন করা ।
এখন পর্যন্ত কোনো কেন্দ্রেই কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন দুইজন প্রার্থী। আর সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৪৩ জন এবং সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ১৩ জন প্রার্থী। জেলা পরিষদের মোট ভোটার সংখ্যা ১৩৯২ জন।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোল্লা মোহাম্মদ শাহীন জানান, ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তায় ৩৬২ জন পুলিশ সদস্য মোতায়েন আছেন। এছাড়া র্যাব সদস্য এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও দায়িত্ব পালন করছেন।