ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
লঞ্চ থেকে পরে যাওয়া মরদেহ ৫২ ঘন্টা পর উদ্বার
  • হাজী জাহিদ, নরসিংদী
  • ২০২২-১০-১৬ ১০:৫২:৪২
নরসিংদীর মেঘনা নদীতে নিখোঁজের দুই দিন পর ইসমাইল পারভেজ (২৯) নামের এক প্রবাসীর লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ রোববার দুপুরে সদর উপজেলার করিমপুর এলাকার মেঘনা নদীতে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত ইসমাইল পারভেজ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শাহপুর গ্রামের আবদুস সালামের ছেলে। গত শুক্রবার সকাল ৯টার দিকে করিমপুর এলাকার মেঘনা নদীতে ওই যুবক লঞ্চ থেকে পড়ে যান। ঘটনার ৫২ ঘণ্টা পর তাঁর লাশ উদ্ধার হয়েছে বলে জানায় পুলিশ। নৌ পুলিশ ও নিহতের পরিবার বলছে, শুক্রবার সকাল ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সলিমগঞ্জ ঘাট থেকে তৃষা-শ্রাবণী নামের যাত্রীবাহী লঞ্চটি নরসিংদী লঞ্চঘাটের উদ্দেশ্যে ছেড়ে এসেছিল। ওই লঞ্চে চড়ে ইসমাইল পারভেজ ও তার বাবা আবদুস সালাম নরসিংদীর উদ্দেশ্যে রওনা হন। করিমপুর পার হওয়ার সময় ৯টার দিকে লঞ্চ থেকে পড়ে যান ইসমাইল পারভেজ। শুক্রবার দুপুর ২টা থেকে ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে নরসিংদীর ফায়ার সার্ভিস ও করিমপুর নৌ ফাঁড়ির পুলিশ। বিকেল ৪টার দিকে তাদের সঙ্গে যোগ দেয় টঙ্গী থেকে আসা একটি ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে তাকে না পেয়ে ডুবুরি দল ফিরে যায়। পরদিন শনিবার সকাল ৮টা থেকে ঘটনাস্থল ও এর আশপাশে দ্বিতীয় দিনের মত উদ্ধার অভিযান চালানো হয়। পাশাপাশি নিখোঁজের পরিবারের সদস্যরাও ইঞ্জিনচালিত নৌকা নিয়ে খুঁজেছেন। আজ রোববার তাঁর লাশ নদীতে ভেসে ওঠে। করিমপুর নৌ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুজন কুমার পন্ডিত জানান, লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজের ৫২ ঘণ্টা পর লাশ উদ্ধার করা হয়েছে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী