ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে বিশ্বের উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ার লক্ষ্য কাজ করে যেতে চাই
  • বারহাট্টা প্রতিনিধিঃ
  • ২০২২-১০-১৬ ১০:৪৮:২৫
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডেল্টা প্ল্যান ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে বিশ্বের উন্নত সমৃদ্ধ একটি দেশ হিসেবে গড়ার লক্ষ্য কাজ করে যেতে চাই। রবিবার একান্ত সাক্ষাৎকারে এসব কথায় বলেন বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রাথী মো. আমিরুল ইসলাম (আমিন কতোয়াল)। তিনি বলেন, আমার রাজনৈতিক জীবন শুরু হয়েছে ছাত্র রাজনীতি দিয়ে। বারহাট্টা উপজেলা থেকে যে এই ঢাকাতে আমার কাছে যে সমস্যা নিয়ে আসতেন আমি তাকে সাহায্য ও সহযোগিতা করতে চেষ্টা চালিয়ে গেছি। আওয়ামী লীগের প্রাণ হচ্ছে তৃণূমূল। আমার বারহাট্টা উপজেলায় তৃণূমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে কাজ করতে চাই। দলের দুর্দিনে যারা পাশে ছিল এমন ত্যাগীদের প্রাধান্য দিয়ে বারহাট্টা উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করব। তিনি আরো বলেন, আমি বিগত দিনগুলোতে নৌকা মনোনীত প্রার্থীদের হয়ে কাজ করে গেছি। এখন আমার এলাকাবাসী ও নেতৃবৃন্দ চায় যে একজন সুযোগ্য-মেধাবী ব্যক্তি তাদের জন্য কাজ করুক। তাই আমি তাদের কথা ভেবে আলোর দিশারী হয়ে, তাদের জন্য কাজ করার লক্ষ্যে সামনের দিকে এগিয়ে এসেছি। সামনেই জাতীয় নির্বাচন। আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হলে তৃণমূল থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শাক্তিশালী করব ইশাআল্লাহ। উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগ কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্য মো. আমিরুল ইসলাম (আমিন কতোয়াল)। তিনি সোহাগ-নাজমুল কমিটির কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক ছিলেন। এ ছাড়াও তিনি ঢাকা কলেজ ছাত্রলীগের সগীর-টুটুল কমিটির সাবেক প্রচার-সম্পাদক ছিলেন। তিনি বহুবার কারানির্যাতিত হয়েছেন (২০০১-তত্ত্বাবধায়ক)। তত্ত্বাবধায়ক সরকারের সময় বারহাট্টা থেকে রাজনৈতিক ১ম শিকার, টানা ৫৯ দিন ডিটেনশন এবং ফখরুদ্দিন সরকারের সময় বারহাট্টায় সেনাবাহিনীর কাছে আবারও গ্রেপ্তার হোন। ২০০১ সালে ঢাকা কলেজের হল থেকে বিতাড়িত হয়ে রাজপথে অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে গ্রেপ্তার হয়ে কারাবরণ করেন, কারাগার থেকে বের হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুক্তির আন্দোলন ত্বরান্বিত করতে রাজপথে সক্রিয় অংশ গ্রহণ করেন (২০০১-২০০৯)। পুলিশী অত্যাচারের শিকার হয়েও কখনো পিছপা হননি অকুতোভয় কারা নির্যাতিত এই ছাত্রনেতা।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী