পটুয়াখালীতে সুহৃদ উৎসবে ৯ জন মুক্তিযোদ্ধা সাংবাদিককে সম্মাননা প্রদান
- এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু, পটুয়াখালী
-
২০২২-১০-১৫ ০৬:১৮:১৯
- Print
পটুয়াখালীতে "চেতনায় মুক্তিযুদ্ধ, প্রতিজ্ঞায় বাংলাদেশ" এ বার্তা নিয়ে জেলা সুহৃদ সমাবেশ 'র দ্বি-বার্ষিক সুহৃদ উৎসব -২০২২ উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগ ও সাংবাদিকতা এবং গণমাধ্যমে বিশেষ অবদানের জন্য ৯ জন মুক্তিযোদ্ধা সংবাদকর্মীকে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ অক্টোবর শনিবার বেলা ১১ টায় পটুয়াখালী জেলা পরিষদ মিলনায়তনে জেলা সুহৃদ সমাবেশের সভাপতি মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে
ও সাইয়ারা আফিয়া ঝুমুর এবং বাবুল চন্দ্র হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাস, জেলা জাসদের সাধারন সম্পাদক শ.ম. দেলোয়ার হোসেন দিলিপ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স, দৈনিক সমকালের সহ-সম্পাদক ও সুহৃদ সমাবেশের বিভাগীয় প্রধান মোঃ আসাদুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি নয় জন মুক্তিযোদ্ধা সাংবাদিকদেরকে উত্তোরীয় ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। সম্মাননা প্রাপ্তরা হলেন- বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ( মরনোত্তর), বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা মোঃ সুলতান আহমেদ মৃধা, বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত, বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুল্লাহ রানা, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল হক বিশ্বাস ( মরনোত্তর), বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, বীর মুক্তিযোদ্ধা মেঃ সালাউদ্দিন ( মরনোত্তর) ও বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান বাবুল। পরে মুক্তিযুদ্ধ ভিত্তিক অংকন, কবিতা আবৃত্তি, একক অভিনয় ও নৃত্য প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক সমকাল এর পটুয়াখালী প্রতিনিধি ও সুহৃদ সমাবেশের সমন্বয়কারী মুফতী সালাউদ্দিন, দ্বি- বার্ষিক সুহৃদ উৎসব উদযাপন কমিটির আহবায়ক বিশিস্ট লেখক কবি গাজী হানিফ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাকিয়া সুলতানা বেবী, সাংগঠনিক সম্পাদক মিতু সিকদারসহ স্থানীয় গুনীজন এবং প্রতিযোগীতায় অংশগ্রহনকারী শিশু কিশোর ও তাদের অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।