টাঙ্গাইলের মধুপুরে একই পরিবারের চারজনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ সদস্যরা। নিহতরা হলেন, কাঠালতলা এলাকার ভ্যানরিকশা ব্যবসায়ী গণি মিয়া, তার স্ত্রী বুচি, দশ বছর বয়সী মেয়ে সাদিয়া ও ২২ বছরের ছেলে।
স্থানীয়রা জানায়, ওই বাড়ি থেকে কারও সাড়াশব্দ না পেয়ে সকালে সেখান যান তারা। পরে বাড়িটির ভেতর থেকে তীব্র দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়া হয়। মরদেহগুলো থেকে দুর্গন্ধ বের হওয়ায় তা কয়েকদিন আগের বলে ধারণা করছে পুলিশ।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম জানান, নিহত চারজনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। কারা, কি কারণে তাদের হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহগুলো থেকে দুর্গন্ধ বের হওয়ায় কয়েকদিন আগে তাদের হত্যা করা হয়েছে বলেও ধারণা করছে পুলিশ।