ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রূপগঞ্জে ৫ হাজার দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করবে রংধনু গ্রুপ
  • সাইফুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
  • ২০২২-১০-১৪ ১১:২২:১৬
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫ হাজার দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করবে বৃহৎ শিল্প গ্রুপ রংধনু গ্রুপ। শুক্রবার (১৪ অক্টোবর) বেলা ১১ টার দিকে রূপগঞ্জ উপজেলা কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় অবস্থিত রংধনু গ্রুপের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভায় রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক এ উদ্যোগ নেন। খাদ্য সামগ্রীর মধ্যে থাকবে চাল, তেল, ডাল, লবন, পিঁয়াজ, রসুন, আটা, মাংস। স্থানীয় এলাকাবাসী জানায়, করোনাকালীন সময় রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক সারা রূপগঞ্জে ব্যপক ভুমিকা রেখেছেন। নিরীহ ও সাধারন মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করে ও অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। এছাড়া তার এ সহযোগিতা অব্যাহত রয়েছে। শুধু তাই নয়, সিলেটে বন্যা দুর্গত এলাকার মানুষকে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে রংধনু গ্রুপ। এছাড়া সারা দেশে কোন দুর্যোগ হলে রংধনু গ্রুপ সহযোগিতা করে থাকেন। রূপগঞ্জের সন্তান হিসেবে রফিকুল ইসলাম রফিকের জন্য এলাকাবাসী দোয়া করেন। তারাবো পৌরসভা যুব মহিলালীগ নেত্রী মিনা আকতার বলেন, প্রতি শুক্রবার রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিকসহ তার পরিবারের সদস্যরা রূপগঞ্জে এসে মানুষের সুখ দুঃখের খোঁজখবর নেন। এছাড়া নানা সহযোগিতা পেতে নারী পুরুষরা তার কাছে ভিড় করেন। তিনিও সবার সুখ দুঃখের কথা শুনেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন। নগরপাড়া এলাকার সাদেক আলী ও শওকত আলী ইমন বলেন, গরীবদের বন্ধু রফিকুল ইসলাম রফিক ভাই। তার কোন তুলনা হয়না। কেউ তার কাছে যে কোনো সহযোগিতা চায় তিনি কাউকে ফেরত দেননা। আর এ জন্যই আল্লাহ তায়ালা তাকে অনেক দিয়েছে। আল্লাহ তায়ালা তাকে আরো অনেক দিবে। শামসুন্নাহার নামে আরেক নারী বলেন, রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক ভাই অনেককে কর্মসংস্থানও করে দিয়েছেন। আমাদের রূপগঞ্জের মানুষের জন্য নিবেদিত প্রাণ রফিক ভাই। রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক বলেন, আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে আমি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি । আমি যতটুকু পারি সব সময় সাধারণ মানুষকে সহযোগিতা করে যাব ইনশাআল্লাহ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সাবেক সদস্য ও রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আউয়াল, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক করিম পাঠান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক আলাউদ্দিন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, আওয়ামী লীগ নেতা হাজ্বী সফিকুল ইসলাম, আলী আজগর, কায়েত পাড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মহিউদ্দিন মেম্বার, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের সাবেক সভাপতি জোসনা মহিউদ্দিন, কায়েতপাড়া ১নং ওয়ার্ড ইউপি সদস্য জসিম উদ্দিন, যুবলীগ নেতা বিল্লাল হোসেন, সাবেক ইউপি সদস্য নূর মোহাম্মদ, কায়েত পাড়া ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি শারমিন আক্তার, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক সাহিদা আক্তার, ছাত্রলীগ নেতা শওকত আলী ইমন, তারাবো পৌরসভা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মিনা আকতার, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর হোসেন, যুবলীগ নেতা আলমগীর হোসেনসহ আরো অনেকে।
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ১ যুবক নিহত
দিনাজপুরের ফুলবাড়ীতে পিক-আপ ভ্যানের ধাক্কায়  চার্জার ভ্যানের এক যাত্রি নিহত: আহত ৩
সিরাজগঞ্জ ৩টি উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা
সর্বশেষ সংবাদ