ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
দীর্ঘ ৭ বছর পর বান্দরবান জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
  • মিঠুন দাশ, বান্দরবান
  • ২০২২-১০-১৩ ১০:৩৯:০৯
দীর্ঘ ৭ বছর পর বান্দরবানে জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল বান্দরবানে ঐতিহাসিক রাজার মাঠে বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়। এর আগে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের সূচনা করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় সম্মেলনের প্রধান অতিথি পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশসিং বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষা থেকে শুরু করে যে সকল উন্নয়নমূলক কাজ করেছন তা তৃণমূল পর্যায়ে তুলে ধরার জন্য ছাত্রলীগকে সক্রিয়ভাবে কাজ করেত হবে। তিনি আরো বলেন, নতুন নেতৃত্বকে দলীয় কর্মীসহ শিক্ষার্থীদের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো, তরুণ প্রজন্মের মাঝে ছাত্রলীগের নীতি-আদর্শ ছড়িয়ে দেওয়া, আগামী নির্বাচনকে সামনে রেখে সব ধরণের ষড়যন্ত্র রুখে দাড়ানোসহ প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। তিনি পাহাড় ও সমতলের নানান বিষয়ে ও ছাত্ররাজনীতি নিয়ে বক্তৃতা করেন। এসময় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, যুগ্ম-সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ, চৌধুরী প্রকাশ বড়ুয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা উসিং হাই রবিন বাহাদুর, জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ কাউছার সোহাগ, সাধারণ সম্পাদক জনি সুশীল সহ প্রমুখ। বার্ষিক সম্মেলনের প্রথমার্ধের আলোচনা সভা শেষে দ্বিতীয়ার্ধ নতুন কমিটির সভাপতি অংছাইং উ পুলু ও সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন মানিক এর নাম ঘোষনা করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়।
সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি
নির্লজ্জ দলাদলির পরিণতি দেশবাসী দেখেছে: তারেক রহমান
বিএনপির সংস্কার প্রস্তাবে যা যা থাকছে