সিরাজগঞ্জ সরকারি কলেজে উদ্যাগে পবিত্র ঈদ -ই- মিল্লাদুন্নবী (সাঃ) উপলক্ষে পুরস্কার বিতরণী ও আলোচন
- সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
-
২০২২-১০-১৩ ০৯:৫৬:৫৭
- Print
সিরাজগঞ্জ সরকারি কলেজে আয়োজনে
পবিত্র ঈদ -ই- মিল্লাদুন্নবী (সাঃ) উপলক্ষে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে অত্র কলেজের শেখ কামাল অডিটোরিয়ামে এই পুরস্কার বিতরণী ও আলোচনা সভার আয়োজনে করেন সিরাজগঞ্জ সরকারি কলেজে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটি।
পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর মোহাঃ মোজাহারুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন,সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর টি. এম.সোহেল। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, উপাধ্যক্ষ প্রফেসর মো.সুলতানা মাহমুদ, শিক্ষক পরিষদের সম্পাদক মো.শরীফ- উদ-সাইদ, আলোচক ইসলামিক ইস্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো.হাবিবুল্লাহ সিদ্দিকী। মূখ্য আলোচক ছিলেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতী আব্দুল্লাহ সরকার প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর টি. এম. সোহেল বলেন,সমাজের সেই অন্ধকার দূর করার জন্যই মহান রাব্বুল আলামিন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)–কে পৃথিবীতে প্রেরণ করেন এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তিনি আল্লাহর নির্দেশিত পথে জীবন অতিবাহিত করেন। একটি সুন্দর পৃথিবী গড়ার জন্য যা কিছু প্রয়োজন, সবকিছুই তিনি পবিত্র কোরআন ও হাদিসের মাধ্যমে আমাদের শিক্ষা দিয়ে গেছেন। বিশ্বনবী (সা.) তাঁর শাসনামলেই সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করেন। সেই আদর্শের ভিত্তিতে আমরাও এই দেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছি।’
মহানবী (সা.)–এর রেখে যাওয়া জীবনাদর্শ ব্যক্তিজীবনে অনুসরণ ও সামাজিক জীবনে প্রতিষ্ঠা করতে পারলেই আমাদের ইহকাল ও পরকালের জীবন শান্তিময় হবে। মুসলিম জাতির মধ্যে ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আব্দুল বাতেন মিয়া সহ ১৬ টি বিভাগের বিভাগীয় প্রধানগণ, প্রভাষকগণ, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।