ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে পটুয়াখালীতে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু, পটুয়াখালী
  • ২০২২-১০-১৩ ০৯:৪৭:২৬
১৩ অক্টোবর, ২০২২ আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালী, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভা পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯ আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে সার্কিট হাউজ থেকে একটি র‍্যালী নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিসি মঞ্চে শেষ হয় পরে পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে এবং দূর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তর, দূর্যোগ ব্যবস্হাপনা ও ত্রান মন্ত্রণালয়'র সহযোগিতায় ডিসি মঞ্চে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় পটুয়াখালী'র জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কাজী কানিজ সুলতানা হেলেন, এমপি।এসময় পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মোঃ হুমায়ুন কবির এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পটুয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাজেদুল ইসলাম, পটুয়াখালী পৌর সভার প্যানেল মেয়র মোঃ দেলোয়ার হোসেন আকন, পটুয়াখালী প্রেস ক্লাবের সহ-সভাপতি জালাল আহমেদ ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স, দি পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন এবং পটুয়াখালী জেলা ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ। এসময় উপস্থিত ছিলেন, পটুয়াখালী সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, পটুয়াখালী র‍্যাব- ৮ ক্যাম্প'র ডিআইডি মোঃ মোক্তার হোসেন ও পটুয়াখালী জেলা ত্রান ও পূর্নবাসন অফিসের অফিস সহকারী অধ্যাপক মোঃ আতাউর রহমান সহ পটুয়াখালীর ফায়ার সার্ভিস ডিফেন্স টিম, রেড ক্রিসেন্ট টিম ও রোবার স্কাউট টিম দলের নানা স্তরের কর্মকর্তা বৃন্দরা।
পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত