ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দিনাজপুরে ট্রাকের চাপায় পড়ে দুই প্রাণ কোম্পানীর দুই প্রতিনিধির মৃত্যু
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২২-১০-১৩ ০৫:৫১:২৪
দিনাজপুর সদরের মির্জাপুর এলাকায় মালবাহি ট্রাকের নিচে চাপা পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টায় দিনাজপুর-ঢাকা মহাসড়কে মির্জাপুর বাস টার্মিনাল সংলগ্ন এ সড়ক দূর্ঘটনা ঘটে। নিহত দুইজনই প্রাণ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। নিহতরা হলেন দিনাজপুর সদর উপজেলার দক্ষিন বালুবাড়ী এলাকার তৈয়ব আলীর ছেলে মাসুদ ইসলাম মামুন(২৮)। অপরজন হলেন, ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল থানার সন্ধ্যারাই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রাহিদ হাসান বাবু(৩২)। পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, রাতে বিভিন্ন জায়গা থেকে কোম্পানীর পণ্য বিক্রির অর্থ সংগ্রহ শেষে বাড়িতে ফিরছিলেন দুই সহকর্মী। মির্জাপুর এলাকায় গোরস্থান সংলগ্ন রাস্তাটি দেবে যাওয়ায় পানি জমে ছিলো। তিনটি পাথর বোঝাই ট্রাক এক সারিতে পঞ্চগড় হতে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। রাস্তায় পানি জমে থাকায় ট্রাক তিনটি ডানের দিকে চেপে নেয় ট্রাক চালক। ঘটনাস্থলে তাদের মোটরসাইকেলটি ট্রাকগুলোকে ওভারটেক করতে যায়। সেসময় বিপরীত দিক থেকে একটি ট্রাক আসে। মোটরসাইকেলটি দুটো ট্রাকের মাঝে চাপা পড়ে। এসময় কোন একটি ট্রাকের চাকা উভয়ের কোমরের উপর দিয়ে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা ছুটে এসে তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষনা করেন। নিহতদের পরিবারসূত্রে জানা যায়, দুইজন প্রাণ কোম্পানীতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। মাসুদ ইসলামের এক বছর বয়সী একটি ছেলে রয়েছে। আর রাহিদ হাসান বাবু দিনাজপুরের কসবা এলাকায় শ্বশুড় বাড়িতে থেকে চাকুরী করছিলেন। ৬ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে তাঁর। দিনাজপুর কোতোয়ালী থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে। ট্রাকের চাকায় উভয়ের কোমরের অংশ থেতলে গেছে। ট্রাকের কোন খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে কোতোয়ালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তির নিহত হওয়ার সংবাদ নিশ্চিত করেছেন।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী