ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রূপগঞ্জে বাস চাপায় কলেজ শিক্ষার্থীসহ নিহত ২
  • সাইফুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
  • ২০২২-১০-১২ ০৬:৪৫:১৯
নারায়ণগঞ্জে রূপগঞ্জে বাস চাপায় কলেজ শিক্ষার্থী নাফিজসহ দু জন নিহত হয়েছেন। এ সময় সিএনজি চালকসহ আরো দুই জন আহত হয়েছে। আহতদের মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার (১২ অক্টোবর) সকালে উপজেলার আধুরীয়া এলাকার ঢাকা সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাফিজ উপজেলার মিয়াবাড়ী এলাকার নাঈম মিয়ার ছেলে। নাফিস পার্শ্ববর্তী আড়াইহাজার উপজেলার সরকারি সফর আলী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। নিহত অপরজনের নাম দুলাল মিয়া। দুলাল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর এলাকার মক্কা মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাঁচপুর হাইওয়ে থানার অন্তর্ভুক্ত ভুলতা ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর ওমর ফারুক জানান, প্রতিদিনের ন্যায় বুধবার সকাল নয়টার দিকে পাল্লায় এলাকার রাস্তা দিয়ে যাওয়ার উদ্দেশ্যে ভুলতা এলাকা থেকে সিএনজি যোগে ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে কলেজে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন নাফিজ। ওই সিএনজিতে চালকসহ আরো দুইজন যাত্রী ছিল। আধুরিয়া এলাকা পৌছাবো মাত্র একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস সিএনজি থেকে ধাক্কা দিলে সিএনজিটি ধুমরে মুচড়ে খালে পড়ে যায়। ঘটনাস্থলেই নাফিজ ও দুলাল মিয়া মারা যান। চালকসহ এক যাত্রী গুরুতর আহত হয় । তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। পরে খবর পেয়ে ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যরা দুর্ঘটলিত সিএনজি ও নিহতদের লাশ উদ্ধার করেন। বর্তমানে নিহতদের লাশ ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পে রয়েছে। তবে এ ব্যাপারে নিহত কলেজ শিক্ষার্থী নাফিজের চাচা সুমন মিয়া জানান, দুর্ঘটনার ব্যাপারে তারা কোনো মামলা-মোকদ্দমা করবেন না।
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ১ যুবক নিহত
দিনাজপুরের ফুলবাড়ীতে পিক-আপ ভ্যানের ধাক্কায়  চার্জার ভ্যানের এক যাত্রি নিহত: আহত ৩
সিরাজগঞ্জ ৩টি উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা
সর্বশেষ সংবাদ