ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু, আহত এক
  • ফরিদপুর প্রতিনিধিঃ
  • ২০২২-১০-১২ ০৬:৪৩:৩৮
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ট্রেনে কাটা পড়ে মানসিক প্রতিবন্ধী এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। মারত্মক আহত হয়েছে কোলের শিশু। ১২ অক্টোবর, বুধবার সকালে বোয়ালমারী সদর ইউনিয়নের আমগ্রাম খলিল মেম্বারের বাড়ীর সামনে কালুখালী-ভাটিয়াপাড়া রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। কাটাপড়া মানসিক প্রতিবন্ধী নারীর নাম আছিরন বেগম, সে বোয়ালমারী পৌরসভার শিবপুর গ্রামের রেল কর্মচারী মো. নাজিমুদ্দিন শেখের মেয়ে। বোয়ালমারী পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মিনহাজুর রহমান লিপন জানান, পৌর সদরের শিবপুর গ্রামের মো. নাজিমুদ্দিন শেখের মেয়ে আছিরন বেগম গত ছয়মাস ধরে মানসিক রোগে আক্রান্ত। একই গ্রামে টুটুল শেখের সাথে তার বিয়ে হয়। মানসিক সমস্যা দেখা দেওয়ার পর থেকে বাবার বাড়িতেই থাকতেন আছিরণ। বুধবার সকালে দুই সন্তানের জননী আছিরন বেগম তার তিন বছরের মেয়েকে কোলে করে বাড়ির পাশে রেলের উপর দিয়ে পায়চারী করছিলেন। এ সময় গোপালগঞ্জের গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। তার কোলে থাকা তিন বছরের শিশু কন্যা আইরিন দুর্ঘটনায় মারাত্মক আহত হয়। দুর্ঘটনায় শিশুটির একটি পা কাটা পরেছে এবং আঘাতে মাথায় মারাত্মক ক্ষত হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. তারিকুল ইসলাম নাদিম জানান, আহত শিশুটির অবস্থা খুবই মারত্মক তার একটি পা কেটে গেছে। মাথায় বড় ধরনের আঘাত রয়েছে। শিশুটির অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আ. ছাত্তার মোল্লা বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে বোয়ালমারী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। শিশুটিকে আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মৃত দেহটি বোয়ালমারী থানা উপ-পরিদর্শক মনির হোসেনের নিকট হস্তান্তর করা হয়েছে। স্থানীয়রা জানায়, ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। বোয়ালমারী রেলওয়ে স্টেশন মাস্টার মো. দেলোয়ার হোসেন বলেন, সকাল সাড়ে ছয়টার দিকে গোপালগঞ্জের গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসে এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, খবর পেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে পুলিশের একটি টিমকে পাঠানো হয়েছে। এটা রেলওয়ে পুলিশের আওতাধীন। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে তারা এলে লাশ হস্তান্তর করা হবে।
পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত