পটুয়াখালীতে শিশু অধিকার সপ্তাহের সমাপনী
- এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু, পটুয়াখালী
-
২০২২-১০-১১ ১১:২৪:১৯
- Print
পটুয়াখালীতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবদুল্লহ আল জব্বার এর সভাপতিত্বে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী পটুয়াখালী কর্তৃক আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ আব্দুল্লাহ সাদীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), পটুয়াখালী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজাহিদুল ইসলাম প্রিন্স,সাধারণ সম্পাদক, পটুয়াখালী প্রেসক্লাব,পটুয়াখালী।
সভায় প্রধান অতিথি বলেন আগামী দিনের বাংলাদেশ বির্নিমান করবে যারা তাদের শতভাগ অধিকার নিশ্চিত করে বেড়ে ওঠার সুযোগ তৈরী করে দিতে হবে। আজকের শিশুরা বুদ্ধিদীপ্ত হলেই আগামীর বাংলাদেশ সমৃদ্ধ হব।
সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের প্রতিযোগিদের মাঝে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি।