ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
পটুয়াখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন শীর্ষক কর্মশালা
  • এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু, পটুয়াখালী
  • ২০২২-১০-১১ ১১:২২:৩১
পটুয়াখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টায় পটুয়াখালী ক্লাব মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মো. আমিনুল আহসান। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম,জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার মন্ডল। অনুষ্ঠানের শুরুতে মাদক নির্মুলে সমন্বিত খসড়া কর্ম পরিকল্পনা উপস্থাপন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, আগামীর বাংলাদেশকে রক্ষা করতে হলে এখনই মাদকের ছোবল থেকে আমাদের নতুন প্রজন্মকে বের করে নিয়ে আসতে হবে। তারা যদি সুস্থ মানুষ হিসেবে বেড়ে উঠতে না পারে তাহলে আগামীর যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী দেখছেন তা বাস্তবায়ন বাধাগ্রস্থ হবে। তাই আমাদের সকলকে সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক নিমূলে কার্যকরি ভুমিকা রাখার আহবান জানান তিনি। কর্মশালায় পৌর মেয়রগন, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রধান, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীসহ শতাধিক প্রতিনিধি অংশ গ্রহন করেন।
দিনাজপুরে জমকালো আয়োজনে আইইবি’র ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী
আগামীকাল দিনাজপুরের তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ
দিনাজপুরে শুরু হয়েছে, ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪
সর্বশেষ সংবাদ