ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
কাজিপুরে ইউএনও’র সাথে মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা
  • নাজমুল হোসেন, সিরাজগঞ্জ
  • ২০২২-১০-১১ ১১:১৬:৩৭
সিরাজগঞ্জ জেলার কাজিপুরে নবাগত ইউএনও'র সাথে বীর-মুক্তিযোদ্ধাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ইউএনও শূভময় সরকারের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাবেক মুক্তি যোদ্ধা কমান্ডার গাজী আব্দুর রশিদ,ডেপুটি কমান্ডার আব্দুস সালাম,বীর-মুক্তিযোদ্ধা শাহজাহান আলী,চাঁন মিয়া প্রমূখ। স্বাগত বক্তব্যে ইউএনও শূভময় সরকার বলেন, মুক্তিযোদ্ধা গণ হলেন জাতীর শ্রেষ্ঠ সন্তান, বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সাল মুক্তিযোদ্ধাগণ জীবন বাজি রেখে এই দেশ স্বাধীন করেছেন। এ দেশ স্বাধীন না হলে হয়ত আমরা আজ অফিসার হতে পারতাম না। এর আগে মুক্তিযোদ্ধাগণ তাদের বক্তব্যে কিছু সমস্য তুলে ধরেন,যা তিনি অগ্রাধিকার ভিত্তিত্বে সমস্যা সমূহ সমাধানের অঙ্গিকার ব্যক্ত করেন। সভার ২শতাধিক মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন।
দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ