ঢাকা রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
দিনাজপুরে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ৪ জন আহত
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২২-১০-১০ ১০:০০:৫৮
দিনাজপুর চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের ৪ জন গুরুতর আহত। এর মধ্যে দুই জনের অবস্থা সংখ্যা জনক বলে চিকিৎসক জানিয়েছেন। আজ মঙ্গলবার বিকাল চারটার দিকে চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে চিরিরবন্দর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে যোগদান করাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের সূত্রপাত শুরু হয়। সংঘর্ষের ঘটনার পুলিশ ছত্রভঙ্গ করতে আসলেও পুলিশ ও হামলার শিকার হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় আহতরা হলেন জ্যোতিষ চন্দ্র রায়(৪৫), নিবারণ চন্দ্র রায়( ২৮) হুমায়ুন কবির (২৫) ও এনামুল হক (৩৬) আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশচন্দ্র সেন এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিক সহ কেন্দ্রীয় নেতাদের সামনেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সমাবেশে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আওয়ামী আহসানুল হক মুকুল এর অনুসারীরা সম্মেলন উপলক্ষে চিরিরবন্দর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রবেশ করে। কিছুক্ষণ পরেই চিরিরবন্দর উপজেলা পরিষদ চেয়ারম্যান তারিকুল ইসলামের অনুসারীরা মাঠে প্রবেশ করে। একপর্যায়ে দুই পক্ষের কোন শাড়িদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হলেই লাঠি সোটা দিয়ে একে অপরের উপর হামলা শুরু করে। এ সময় চিরিরবন্দর থানা থানার অফিসার ইনচার্জ সহ অন্যান্য পুলিশের সদস্যরা বাধা দিলে পুলিশের উপরেও চড়াও হয়। পুলিশ শক্ত হাতে হামলার ঘটনা নিয়ন্ত্রণ করায় উভয়পক্ষের নেতাকর্মীরা শান্ত হয়। পুনরায় ত্রিবার্ষিক সম্মেলনের কার্যক্রম শুরু হয় । উপজেলা পরিষদ চেয়ারম্যান তারিকুল ইসলামের অনুসারীরা সম্মেলন স্থল ত্যাগ করতে বাধ্য হয়। গুরুতর আহত আওয়ামী লীগ কর্মী জ্যোতিষ চন্দ্র রায়,ও নিবারন চন্দ্র রায় অবস্থা আশঙ্কাজনক হয় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জ্যোতিষ চন্দ্র রায় ও নিবারণ চন্দ্র রায়ের মাথা ও পিঠে একাধিক সেলাই পড়েছে বলে চিকিৎসক আমাদেরকে জানিয়েছে। এনামুল হক ও হুমায়ুন কবির হয় চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি রয়েছে। চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সৌভিক রায় আওয়ামী লীগ কর্মীদের আহত হওয়ার সংবাদটি নিশ্চিত। দিনাজপুর জেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজারএমপি তার বক্তব্য বলেন, আওয়ামী লীগ একটি বিশাল দল এখানে গ্রুপিং থাকাটাই স্বাভাবিক। তবে গ্রুপিং এর কারণে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জন বিলীন হওয়া দেওয়া যাবে না। তাই আগামী নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করার কারণেই সম্মেলনের মাধ্যমে নেতা নির্বাচন করা হচ্ছে। চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগকে সংগঠিত করার জন্যই স্বচ্ছ সজ্জন ব্যক্তিকেই নেতা নির্বাচিত করা হবে। আওয়ামী লীগের উভয় পক্ষের সংঘর্ষের ঘটনায় আহতদের সংবাদ নিশ্চিত করে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ বজলুর রশিদ বলেন আওয়ামী লীগ এর সম্মেলনকে কে ঘিরে জেলা পুলিশের সহযোগিতায় এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। এর মধ্যেও একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য ও হামলার শিকার হয়েছে। এই হামলার সাথে যারা জড়িত তাদের ফুটেজ দেখে খুজে খুজে বের করা হবে।
শেখ হাসিনার উদ্যোগে দেশীয় পণ্য বিশ্বব্যাপী সমাদৃত: আমির হোসেন আমু
হরতালের সমর্থনে ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিল
ঝালকাঠি-১ আসনে প্রার্থীতা ফিরে পেলেন মনির, জমবে ভোটের মাঠ
সর্বশেষ সংবাদ