ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৩০
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২২-১০-১০ ০৩:১৬:৫৬
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠির লোকজনের মধ্যে সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। গতকাল রোববার (০৯ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা গ্রামে দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় ১৪ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান, কুন্ডা গ্রামের আবদাল মিয়ার ছেলের রায়হানের সাথে একই এলাকার হোসেন মিয়ার ছেলে জাবেদের মধ্যে বন্ধুত্বের খেলাধুলাকে কেন্দ্র করে গতকাল রোববার বিকেলে হাতাহাতি হয়। এর জেরে দুইজনের গোষ্ঠির লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রসহ নিয়ে সন্ধ্যায় রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায়। কয়েক দফার এ সংঘর্ষ রাত পর্যন্ত চলে। পরে পুলিশ গিয়র পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে তিন পুলিশ সদস্য ও একজন চৌকিদারসহ অন্তত ৩০ জন আহত হন। ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. আনিসুর রহমান জানান, সংঘর্শের ঘটনায় ১৪ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত