ঢাকা শুক্রবার, মে ১০, ২০২৪
গাছ লাগালে স্বচ্ছলতা আসবে: প্রধানমন্ত্রী
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-০৭-১৬ ০৭:৩১:২৭

জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে এক কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন প্রাঙ্গনে তেঁতুল, ছাতিয়ান ও চালতা প্রজাতির তিনটি চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

একই অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী  জাতীয় বৃক্ষরোপন অভিযান ২০২০ উদ্বোধন করেন। এসময় শেখ হাসিনা বলেন, যে যেখানে আছেন, যতটুকু জায়গা আছে সেখানে গাছ লাগান। গাছ লাগালে মনকে ভালো রাখবে আবার স্বচ্ছলতাও আসবে। আসুন সবাই গাছ লাগাই।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে মুজিববর্ষে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় দেশের ৪৯২ উপজেলার প্রতিটিতে ২০ হাজার ৩২৫টি করে বিভিন্ন প্রজাতির বনজ, ঔষধি ও ফলজ বৃক্ষের চারা বিতরণ করবে। বন বিভাগের মাধ্যমে এসব চারা বিতরণ করা হবে।
    
এরই মধ্যে প্রতিটি জেলার সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভার সিদ্ধান্তে ভিত্তিতে উপজেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটি চারা বিতরণ বিষয়ে বিশদ পরিকল্পনা সহকারীদের তালিকা প্রণয়ন করেছে।

জানা গেছে, মুজিববর্ষে রোপণের জন্য এক কোটি চারার মধ্যে ৫০ শতাংশ ফলজ এবং অবশিষ্ট ৫০ ভাগ বনজ, ঔষধি ও শোভা বর্ধণকারী গাছ। কোনো বিদেশী গাছ লাগানো হবে না।

এর আগে গত ১২ জুলাই এক ভার্চুয়াল বৈঠকে পরিবেশ,বন ‍ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো: শাহাব উদ্দিন বলেছিলেন, আগামী ১৬ জুলাই প্রধানমন্ত্রী গণভবন প্রাঙ্গনে চারা রোপণের মাধ্যমে চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করবেন।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর এই কর্মসূচির উদ্বোধন শেষে প্রতিটি জেলা ও উপজেলায় তিনটি চারা একটি ফল, একটি কাঠ এবং একটি ঔষধি গাছ আনুষ্ঠানিকভাবে লাগানো হবে।

পরে করোনভাইরাস প্রাদুর্ভাবের প্রেক্ষিতে স্বাস্থ্যবিধি বজায় রেখে আজ ১৬ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত  চলতি বৃক্ষরোপণ মৌসুমে দেশের ৪৯৯ টি উপজেলার প্রতিটিতে ২০,৩২৫ চারা রোপণ করা হবে বলে জানিয়েছেন শাহাব উদ্দিন।

মন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে প্রথম বৃক্ষরোপণ অভিযান শুরু করেছিলেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় এই কর্মসূচিটি মুজিব বর্ষজুড়ে বাস্তবায়ন করা হবে বলে জানান মন্ত্রী ।

বঙ্গবন্ধু জন্মেছিল বলেই জন্মেছে এ দেশ -হুইপ ইকবালুর রহিম এমপি
অপ্রতিরোধ্য বাজার সিন্ডিকেট: মজুতের শাস্তি আটকে আছে বিধিতে
ডাইফ সেবা সপ্তাহ শুরু আজ
সর্বশেষ সংবাদ