আশুলিয়ায় কাভার্ড ভ্যান উল্টে চাপা পড়ে চালক নিহত
- জসিম উদ্দিন বিজয়, সাভার
-
২০২২-১০-০৬ ১৪:৩৭:৩৭
- Print
আশুলিয়ায় পার্কিং করার সময় গর্ত দেখতে গিয়ে কাভার্ড ভ্যান উল্টে চাপা পড়ে শাহাদাত হোসেন নামে এক চালক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে আশুলিয়ার বাইপাইলে এস কে এন্টারপ্রাইজ ট্রান্সপোর্ট নামে পরিবহনের ডিপোতে একটি কাভার্ড ভ্যান পার্কিং করতে গিয়ে এই দূর্ঘটনা ঘটে। ট্রান্সপোর্ট প্রতিষ্ঠানটি পোশাক কারখানার মালামাল পরিবহন করে থাকে।
নিহত ট্রাক চালক শাহাদাত হোসেন (২৪) কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানা মঘুয়া গ্রামের শাহ আলমের ছেলে। বর্তমানে পার্কিং ডিপোতে বসবাস করতেন।
প্রত্যেক্ষদর্শী ও একই ট্রান্সপোর্টের চালক হাবিব রহমান বলেন, চালক ট্রাকটি গর্তে পড়ে হেলে পড়লে নেমে দেখতে যায়। এসময় খালের পাড় ভেঙ্গে উল্টে যায়। বাসা থেকে দেখে দৌড়ে আসি। এলাকাবাসীসহ গাড়ি উঁচু করার চেষ্টা করছি। পারি নাই। ৯৯৯ ফোন দিছি কিন্তু কোন ব্যবস্থা নেয়নি। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে উদ্ধার কাজ শুরু করে। অনেক পরে পুলিশ আসে।
পুলিশ জানায়, কাভার্ড ভ্যানটি একটি পোশাক কারখানা থেকে মালামাল নিয়ে নিজস্ব ডিপোতে পার্কিং করার সময় গর্তে পড়ে পাশে খালে পাড়ে হেলে যায়। চালক গাড়ি থেকে নেমে দেখতে গেলে ওই সময় কাভার্ড ভ্যাটি উল্টে খালের পড়ে যায়। এসময় গাড়ির নিচে চাপা পড়ে চালক শাহাদাত ঘটনাস্থলেই মারা যান।
আশুলিয়া থানার এস আই শেখ ফরিদ আহমেদ বলেন, খবর নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ডিইপিজেড ফায়ার সার্ভিস কাভার্ড ভ্যানটি উদ্ধারের চেষ্টা করছে।