ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
গাজীপুরে ছাত্রলীগ নেতার ওপর হামলা, প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • হাসিব খান, গাজীপুর
  • ২০২২-১০-০৬ ১০:৪৩:১৫
গাজীপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের কার্যালয়ে প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হয়। এসময় বিক্ষুব্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা প্রায় ৩০ মিনিট ঢাকা-গাজীপুর সড়ক করে অবরোধ করে রাখে। সাধারণ সম্পাদক কাজল জানান, হিন্দু সম্প্রদায়ের দশমীর বিসর্জন অনুষ্ঠান শেষে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এ্যাডভোকেট মো. ওয়াজউদ্দীনকে রথখোলার ঢালে বিদায় জানাচ্ছিলেন তার নেতৃত্বে মহানগর ছাত্রলীগ। এ্যাডভোকেট ওয়াজউদ্দীন চলে যাওয়ার পর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা এরশাদের নেতৃত্বে ২৫-৩০ জনের এক একটি দল তার উপর হামলা চালায়। এ সময় তাকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি ছোড়া হলে লক্ষভ্রষ্ট হয়ে তিনি প্রাণে বেঁচে যান। এক পর্যায়ে তাকে চাপাতি দিয়ে কোপ দিলে তার থুতনি কেটে যায়। তাকে রক্ষা করতে গেলে এরশাদও তার অনুসারীদের চাপাতি ও হকিস্টিকের আঘাতে ছাত্রলীগ নেতা আনিছুর রহমান বাদল, মিরাজুর রহমান রায়হান, ইলিয়াস রুমন ও রনিসহ ১১ ছাত্রলীগ নেতা-কর্মী আহত হয়। তাদের মধ্যে ৭ জনকে শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ অস্বীকার করে মানুদ রানা এরশাদ বলেন, তিনি ঘটনার সময় ছিলেন না। মোস্তাক আহমেদ কাজল ও কাজী আশরাফ রাকিব দুইজনই মহানগর ছাত্রলীগের সাধারন সম্পাদক পদ প্রার্থী ছিলেন। রাকিব হতে পারেনি। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ চলছিল। এ্যাডভোকেট মো. ওয়াজউদ্দীনকে বিদায় জানাতে গেলে কাজলের অনুসারীরা রাকিবের উপর হামলা করে। এতে রাকিব ও তার কয়েকজন কর্মী আহত হয়েছে। জিএমপির সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, গুলির কোন ঘটনা ঘটেনি। সিনিয়র জুনিয়র দ্বন্দে হামলার ঘটনা ঘটেছে। এতে মহানগর ছাত্রলীগের সাধারন সম্পদক মোস্তাক আহমেদ কাজলসহ কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় কোন পক্ষ থানায় অভিযোগ করেনি।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী