ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
দিনাজপুরের বীরগঞ্জে প্রতিমা বিসর্জনের সময় ঢেপা নদীতে তলিয়ে যাওয়া কিশোরের লাশ উদ্ধার
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২২-১০-০৬ ১০:৩৩:২৪
দিনাজপুরের বীরগঞ্জে দুর্গা মন্ডপের প্রতিমা বিসর্জন দেওয়ার সময় টেপা নদীতে তলিয়ে যাওয়া ধনঞ্জয় রায়ের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। আজ বৃহস্পতিবার বিকাল চারটার দিকে বীরগঞ্জের আরিফ বাজার সংলগ্ন টেপা নদীতে প্রতিমা বিসর্জনের সময় সে পানিতে তলিয়ে যায়। রাত আটটার দিকে ডুবে যাওয়ার স্থান থেকে ১০০ গজ টেপা নদীর বাটি থেকে ধনঞ্জয় রাযের লাশ উদ্ধার করা হয়। নিহত ধনঞ্জয় রায় বীরগঞ্জ পৌরসভা এলাকার ৭ নং ওয়ার্ডের হরিবাসর পাড়া গ্রামের মধুচন্দ্র রায়ের ছেলে। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার জানান, বৃহস্পতিবার বিকালে প্রতিমা বিসর্জনের সময় ধনঞ্জয় সহ আরো বেশ কিছু যুবক বীরগঞ্জের আরিফ বাজার সংলগ্ন ঢেপা নদীতে প্রতিমা বিসর্জন দেওয়ার সময় ধনঞ্জয় পানিতে তলিয়ে যায়। তাৎক্ষণিকভাবে বীরগঞ্জের ফায়ার সার্ভিস সদস্যরা প্রাথমিকভাবে নদীতে সন্ধান চালালেও উদ্ধার করতে ব্যর্থ হয়। পরবর্তীতে রংপুর থেকে একদল ডুবুরি সদস্যদেরকে খবর দিলে তারা এসে সন্ধান চালিয়ে রাত আটটার দিকে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় পরিবারের নিকট ধনঞ্জয় লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে বীরগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেছেন।
পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত