ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
আফ্রিকায় শান্তিরক্ষা মিশনে বোমা হামলায় ব্রাহ্মণবাড়িয়ার নিহত জসিমের বাড়িতে এখন শোকের মাতম
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২২-১০-০৫ ০৬:৪৪:১৮
আফ্রিকায় শান্তিরক্ষা মিশনে গিয়ে সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত ব্রাহ্মণবাড়িয়ার ছেলে জসিম মিয়ার বাড়িতে এখন শোকের মাতম চলছে। তাদের বুকফাটা কান্নায় ভারী হয়ে উঠছে সেখানকার পরিবেশ । ২০০৯ সালে জসিম সেনাবাহিনীতে যোগদান করেন । ২০২১ সালে তিনি জাতীসংঘের শান্তিরক্ষা মিশনে যান। মঙ্গলবার ভোররাত ৩টায় জাতীসংঘের শান্তিরক্ষা মিশনের আফ্রিকান প্রজাতন্ত্রে সন্ত্রাসীদের হামলায় এদুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ জসিম ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামের মুক্তিযোদ্ধা নুরু মিয়ার ছেলে। নিহতের বাবা মুক্তিযোদ্ধা আবদুর নূর যেন ছেলেকে হারিয়ে অনেকটা বাকরুদ্ধ। ঠিকমতো কথা বলতে পারছে না। স্ত্রী ২ সন্তানকে নিয়ে বারবার মাতম করছে। আগামী ডিসেম্বর মাসে তার দেশে আসার কথা ছিল। জসিমের মৃত্যুতে পরিবারের পাশাপাশি স্বজনের মাঝে শোক বইছে। সকাল থেকেই তাদের বাড়িতে আশে পাশের এলাকা থেকে লোকজন আসছে তাদের সান্তনা দিতে। তবে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোন খোজখবর নিতে আসেনি কেউ বলে অভিযোগ করেন জসিমের ভাই। পরিবারের দাবী এখন একটাই জসিমের মরদেহ যেন দ্রুত দেশে আনা হোক। উল্লেখ্য, নিহত জসিমের চার বোন, দুই ভাই, দুই ছেলে স্ত্রী ও বাবা'সহ অসখ্য গুণিজন রেখে গেছেন।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী