ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
আমতলীতে মা ইলিশ রক্ষায় সচেতনতা সভা
  • মাহতাবুর রহমান, আমতলী, বরগুনা
  • ২০২২-১০-০৪ ১১:৪২:৩৭
০৪ অক্টোবর (মঙ্গলবার) বরগুনার আমতলী উপজেলা মৎস অফিসের উদ্যোগে ২০২২-২০২৩ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২২ উপলক্ষে আমতলী মৎস্য দপ্তরে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস কর্মকর্তা হালিমা সরদার এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, আমতলী সদর ইউনিয়ন চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, পৌর ক্ষুদ্র মৎস ব্যাবসী সভাপতি মাহবুবুর রহমান হিমু গাজী, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সোহাগ বিশ্বাস সহ উপজেলার বিভিন্ন ওয়ার্ডের মৎসজীবীরা। সভায় ইলিশ মা ইলিশ রক্ষায় প্রজনন সময়ে সকল ধরনের ইলিশ ধরা, বিক্রি ও আহরণ না করার জন্য নির্দেশনা দেয়া হয়। উল্লেখ্য যে, রোববার মধ্যরাত থেকে দেশের নদ-নদী ও বঙ্গোপসাগরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে বেশ কয়েক বছর ধরে এই নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। এই সময় মাছ ধরা, বিক্রি, বিপণন, মজুত ও পরিবহন নিষিদ্ধ থাকে। নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হলে জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে। মৎস্য অধিদপ্তর বলছে, ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে জেলেরা ২০ কেজি করে চাল সহায়তা পাবেন। বরিশাল বিভাগের ৬ জেলায় এই সহায়তা পাবেন ৩ লাখ ৭ হাজার ১২৪ জেলে। বরগুনা জেলায় ৩৭ হাজার ৭৪ জন জেলে সহায়তা পাবেন। বরিশাল বিভাগের জন্য ৬ হাজার ৯৪২ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী