ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
সময় বলে দিবে আমরা নির্বাচন বর্জন করবো কি না - জি এম কাদের
  • আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট
  • ২০২২-১০-০৪ ১১:৩৪:৩৪
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, নির্বাচন বর্জন একটি গুরুত্বপুর্ণ সিদ্ধান্ত। এ নিয়ে এখনই স্পষ্ট করে কিছু বলার সময় হয়নি। রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে সময় বলে দিবে এ ব্যাপারে আমাদের কি সিদ্বান্ত নিতে হবে। মঙ্গলবার দুপুরে লালমনিরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সংসদ বর্জন প্রসঙ্গে জি এম কাদের বলেন, সংসদ থেকে বের হওয়ার কোন সিদ্বান্ত এখনও হয়নি। তবে প্রতীকী ভাবে কোন সময় কোন কারণে সংসদ বর্জনের প্রশ্ন আসলে সে সময় পরিস্থিতি পরিবেশ বুঝে সেটা করা হবে। এর আগে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। ৩ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত রংপুর ও লালমনিরহাট জেলা সফরের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে তিনি লালমনিরহাটে আসেন। ৭ অক্টোবর পর্যন্ত তিনি বিভিন্ন কর্মসুচীতে অংশ নিবেন।
সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি
নির্লজ্জ দলাদলির পরিণতি দেশবাসী দেখেছে: তারেক রহমান
বিএনপির সংস্কার প্রস্তাবে যা যা থাকছে