ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সংর্বধনা পেলেন সাফজয়ী ফুটবলার আখিঁ
  • সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • ২০২২-১০-০২ ১০:৫৪:৩৫
সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সংর্বধনা পেলেন সাফজয়ী ফুটবলার আখিঁ খাতুন। রোববার সকালে শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে এ সংর্বধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে আঁখি খাতুনকে সম্মাননা ক্রেস্ট, উত্তরীয় ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে ৫০ হাজার টাকা এবং জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ২০ হাজার টাকা দেওয়া হয়। সবশেষে ক্ষুদে ফুটবলারদের নিয়ে কেক কাটেন আঁখি। এর আগে ছাদ খোলা গাড়িতে আখিঁ খাতুনকে অনুষ্ঠান স্থলে আনা হলে সেখানে ফুলের পাপড়ি ছিটিয়ে এবং মালা দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক ফারুক আহাম্মদ বলেন, আঁখির অর্জনে সিরাজগঞ্জবাসী গর্বিত। তাই আঁখির মতো আরও খেলোয়াড় তৈরিতে নারী ফুটবলের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। অনুষ্ঠানে আঁখি বলেন, “সর্বস্তরের মানুষের কাছ থেকে এত সম্মান ও ভালোবাসা পেয়ে আমি গর্বিত ও আনন্দিত। ভবিষ্যতে দেশের জন্য আরও ভালো কিছু করার আশা রাখছি।” জেলা প্রশাসক ফারুক আহাম্মদের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেএম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, গাজী সফিকুল ইসলাম সফি, আঁখি ও তার বাবা আক্তার হোসেনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
জয় দিয়ে বছর শেষ করলো বাংলাদেশ
নারী ফুটবলারদের সমস্যা লিখিতভাবে চাইলেন ড. ইউনূস
রদ্রিই জিতলেন ব্যালন ডি’অর