ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
ঈদে গণপরিবহন বন্ধ থাকার খবর নিয়ে সিদ্ধান্ত কাল: কাদের
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-০৭-১৬ ০১:৫৫:৩৭

ঈদুল আজহার সময় গণপরিবহন বন্ধ থাকার খবর নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। এ বিষয়ে আগামী কাল স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সাথে বৈঠকের পর সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এর আগে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে ঈদের ৫ দিন আগে এবং ৩ দিন পরে গণপরিবহন বন্ধ রাখতে বিআরটিএ-কে নির্দেশ দেয়া হয়। করোনা ভাইরাস সংক্রমণ রোধে, মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে গণপরিবহন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়।

এদিকে নৌ মন্ত্রণালয়ে, নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে এক বৈঠকে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নৌপথেও ঈদের ৫ দিন আগে এবং ৩ দিন পর, নিত্যপ্রয়োজনীয় পণ্য ছাড়া অন্য কোনো পণ্য পরিবহন করা যাবে না।

 

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা