ঢাকা রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
কক্সবাজারে ১২টি নবনির্মিত কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করলেন স্বাস্থ্য মন্ত্রী
  • কক্সবাজার প্রতিনিধিঃ
  • ২০২২-১০-০২ ০৮:৫০:৪৯
কক্সবাজারে স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর তত্ত্বাবধানে নির্মিত ১২ টি কমিউনিটি ক্লিনিক ভবন উদ্বোধন করেছেন স্বাস্থ্য মন্ত্রী ডাঃ জাহিদ মালেক। রবিবার (২অক্টোবর) দুপুরে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে স্বাস্থ্য মন্ত্রী আনুষ্ঠানিকভাবে এসব ক্লিনিক উদ্বোধন করেন। ফলে উদ্বোধনকৃত ক্লিনিকগুলোতে এখন থেকে স্থানীয়রা ২৪ ঘণ্টা প্রজনন স্বাস্থ্য সেবা, বিনামূল্যে নির্দিষ্ট সংখ্যক জীবন রক্ষাকারী ওষুধসহ চিকিৎসকদের পরামর্শ পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেনঃ “ কমিউনিটি ক্লিনিকগুলোতে সর্বসাধারণের প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হচ্ছে। সেগুলোতে ডেলিভারি রুম আলাদা করা হয়েছে। এছাড়াও প্রত্যেক ক্লিনিকে ৩২ থেকে ৩৩ ধরনের ওষুধ বিনামূল্যে দেয়া হচ্ছে। রোহিঙ্গাদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তারা দেশের বোঝা। যতোদিন থাকবে ততোদিন তাদের বহন করতে হবে। তিনি প্রত্যেক নাগরিককে করোনা ভাইরাসের টিকা নেয়ার আহবান জানান। মন্ত্রী ২ অক্টোবর দুপুরে কক্সবাজার জেলায নবনির্মিত ১২ টি কমিউনিটি ক্লিনিকের উদ্বোধনকালে এ কথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে টেকনাফ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মুহাম্মদ খুরশিদ আলম, অতিরিক্ত সচিব জাহাঙ্গীর হোসেন, আইওএম মিশন চিফ আব্দুস সাত্তার ইছওয়েভ, ওয়ার্ল্ড ব্যাংক প্রতিনিধি ফং সাও, এইচজিএস প্রকল্পের পরিচালক হাবিবুর রহমান, জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, সিভিল সার্জন ডাঃ মোঃ মাহাবুবুর রহমান, টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলম প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে ৩০০ জন দুস্থ রোগীর চক্ষু ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধন
ঝালকাঠিতে আশা’র উদ্যোগে ৫ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান
ঠাকুরগাঁওয়ে আশা'র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ