ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বান্দরবানে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষ্যে পারিবারিক পুষ্টিকেন্দ্র স্থাপন ও আয় বর্ধক কার্যক্রম
  • মিঠুন দাশ, বান্দরবান
  • ২০২২-০৯-২৯ ০৮:২১:৪৮
বান্দরবানে ইউএসআইডি, এগ্রিকালচার ও নিউট্রিশন ইনিশিয়টিভ (বানি) প্রকল্পর আয়াজনে ও স্থানীয় এনজিও তহজিংডং ও গ্রাউস এর বাস্তবায়নে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করনের লক্ষ্যে পারিবারিক পুষ্টিকেন্দ্র ও আয় বর্ধক কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বৃহষ্পতিবার সকালে স্থানীয় অরুণ সারকি টাউন হলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং । এসময় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সরকারের পাশাপাশি এনজিও সংস্থাগুলো পাহাড়ের তৃণমূল পর্যায়ের লোকজনদের নিয়ে কাজ করে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রশিক্ষণের মাধ্যমে গ্রামের দরিদ্র লোকজনদেরক স্বাবলম্বী হওয়ার জন্য নগদ অর্থসহ বিভিন্ন ধরনের সহযোগিতা করে যাচ্ছে। তিনি আরোও বলেন, শুধু সাহায্য সহযোগিতা নিলে হবে না, আমাদের সচেতন হতে হবে। সঞ্চয় করার মনোভাব সৃষ্টি করতে হবে। তা না হলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। পরে মন্ত্রী বান্দরবানের ১৬ শত ৮২ পরিবারের মধ্যে শুকর, ছাগল, গরু, হাঁস-মুরগী পালনের জন্য প্রতি পরিবারকে ১৭ হাজার টাকা করে মোট ২ কাটি ৮৫ লক্ষ ৯৪ হাজার টাকা প্রদান করেন। এসময় অনুষ্ঠানে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সারোয়ার, সিভিল সার্জন ডা: নীহার রঞ্জন নন্দী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো: রফিকুল ইসলাম, প্রাণীসম্পদ অধিদপ্তরের জেলা ভেটেরিনারি অফিসার ডা: পলাশ কান্তি চাকমা, বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, বানি প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজারসহ কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন আদিবাসি গোষ্ঠির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী