ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো এসএসসি পরক্ষিার্থীর
  • জসিম উদ্দিন বিজয়, সাভার
  • ২০২২-০৯-২৯ ০৮:১৪:৩৫
সাভারে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোরসাইকেল আরোহী তুহিন মাহমুদ জয় (১৬) নামে এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। খবর পেয়ে সাভার হাইওয়ে থানা নিহেতর মরদেহ উদ্ধার করেছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে ঢাকা-আরিচা-মহাসড়কের ঢাকাগামী লেনে সাভার বাসস্ট্যান্ডে এই দূর্ঘটনা ঘটে। এসময় তুহিনের সঙ্গে থাকা মোটরসাইকেল আরোহী রাসেল নামে আরো একজন আহত হয়। তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত তুহিন মাহমুদ জয় সাভারের জালেশ্বর এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। তুহিন সাভার রেডিওকলোনী মডেল স্কুল শিক্ষার্থী হয়ে থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। অপরদিকে আহত রাসেল (২৭) পটুয়াখালীর সদর থানার ছোট বিঘাই গ্রামের আব্দুর জব্বার মিয়া ছেলে। সাভারে কোথায় থাকে বিস্তারিত জানা যায়নি। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা কোন অজ্ঞাত গাড়ি তাদের ধাক্কা দিলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে ছিটকে পড়ে। এই সময় ঘটনাস্থলে মোটরসাইকেলের চালকের আসনে থাকা জয় নামে একজন মারা গেছেন। আরেকজন গুরুত্ব অবস্থা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানা নেয়া হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি অজ্ঞাত ঘাতক গাড়িটি চিহ্নিত করার চেষ্টা চলছে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী