ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় যুবলীগের হামলা, কেন্দ্রীয় সভাপতিসহ আহত-৩০
  • ফরিদপুর প্রতিনিধিঃ
  • ২০২২-০৯-২৮ ১২:১৪:২৬
ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় হামলার ঘটনা ঘটেছে। এতে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীসহ আহত হয়েছে কমপক্ষে ৩০ নেতা-কর্মী। ভাংচুর করা হয়েছে অনুষ্টানস্থলের চেয়ার-টেবিল। হামলায় পন্ড হয়ে যায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সভাটি। ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী সভাটি বেলা সাড়ে তিনটায় শহরের অম্বিকা হলে অনুষ্ঠিত হয়। এসময় যুবলীগের সভাপতির নেতৃত্বে শতাধিক লোকজন লাঠিসোটা নিয়ে অনুষ্ঠান স্থলে হামলা করে। এসময় হামলাকারীরা অনুষ্ঠানস্থলের ভেতরে প্রবেশ করে এলোপাথারী ভাবে মারপিট ও ভাংচুর শুরু করে। বেশ কয়েক মিনিট ধরে চালানো হয় এ হামলা। হামলাকারীদের পিটুনীকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানীসহ স্থানীয় ৩০ নেতা-কর্মী আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে স্থানীয় এক বিএনপি নেতার বাসায় সংবাদ সম্মেলন করে এ হামলার জন্য যুবলীগকে দায়ী করে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
 গণহত্যা-দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল
২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
রাজনৈতিক দলগুলো ৫৩ বছরেও সংস্কার করতে পারেনি: রিজওয়ানা