ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
ভোলায় ঢাবি ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ
  • মোঃ জহিরুল হক, ভোলা
  • ২০২২-০৯-২৮ ০৭:২৬:৩৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি সদর রোড প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা অবিলম্ভে ছাত্রলীগের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও দৃস্টান্তমুলক বিচার দাবী করেন। এসময় বিক্ষোভ মিছিলে ভোলা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ মিয়াজি, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শরীফ, জেলা ছাত্রদল নেতা মোঃ এমদাত, মেহেদী হাসান নিক্সন, সদর উপজেলার ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল রাসেল, সদস্য সচিব সাজ্জাদ হোসেন মুন্না, পৌর ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া মঞ্জু, যুগ্ম আহ্বায়ক পিয়াস, এমরান হোসন,রিমেল, জেলা ছাত্রদল নূর মোহম্মদ রুবেল, মোঃ বশির ভোলা সরকারি আহ্বায়ক জানে আলম আকাশ, সদস্য ফজলুর রহিম ছোটনমুনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল শেষ সংক্ষিপ্ত সমাবেশে ঢাবিতে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, জেলা ও উপজেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রলীগকে রাজপথেই মোকাবিলা করার দৃঢ় প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আমাদের নেতাদের ওপর হামলার ঘটনায় অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
 গণহত্যা-দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল
২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
রাজনৈতিক দলগুলো ৫৩ বছরেও সংস্কার করতে পারেনি: রিজওয়ানা