দিনাজপুরে বিশ্ব কন্যা দিবসে একই সাথে তিন কন্যার জন্ম দিয়েছেন প্রসূতি মা, নবজাতকরা সুস্থ আছেন
- সুলতান মাহমুদ, দিনাজপুর
-
২০২২-০৯-২৭ ১৩:৪৬:৩৩
- Print
বিশ্ব কন্যা দিবসে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মধ্য দিয়ে এক সঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিয়েছে এক প্রসূতি।
আজ মঙ্গলবার সকালে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সিজারিয়ান ডেলিভারির মাধ্যমে এই তিন শিশুর জন্ম হয়।
প্রসূতি মায়ের নাম আফসানা খাতুন (২৮)। তিনি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ৪ নং ইসুবপুর ইউনিয়নের দক্ষিণ নগর গ্রামের মনিরুজ্জামানের স্ত্রী।
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ড এর ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স আফরোজা আক্তার তিন কন্যা সন্তান একসাথে জন্ম নেওয়ার সংবাদ নিশ্চিত করে বলেন প্রসূতি মায়ের শারীরিক অবস্থা বিবেচনা করেই অস্ত্র প্রচারের মাধ্যমে তিনটি শিশুর জন্ম জন্ম হয় প্রতিটি শিশু এক কেজি ৫০০ গ্রাম বর্তমানে মা ও শিশুরা ভালো নবজাতক শিশু গুলোকে ইনকিউবেটরে রাখা হয়েছে।
নবজাতকের বাবা মনিরুজ্জামান মোবাইল ফোনে আমাদের প্রতিবেদককে জানান গত ২০১৯ সালে পারিবারিকভাবে আফসানা খাতুন ও আমার বিয়ে হয়। বিয়ের এক বছর পর আমার স্ত্রীর গর্ভে একটি সন্তান আসে কিন্তু আমার স্ত্রী অসাবধানতার বশেই সেই সন্তানটি মারা যায়। এরপর অনেক চিকিৎসার পর আবার একই সাথে তিন সন্তানের জন্ম হয়েছে। আমি অত্যন্ত খুশি হয়েছি। আমরা আগে থেকেই চিকিৎসকের পরামর্শে এবং পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানতে পেরেছিলাম যে একসাথে তিনটি সন্তান হবে।
আমাদের এই সন্তানরা যেন সুস্থ হয়ে বড় হতে পারে এমন তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ।