ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনের আওয়ামীলীগ প্রার্থী আল মামুন সরকার সাংবাদিকদের সাথে মতবিনিময় কর
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২২-০৯-২৭ ১৩:৩৯:৫১
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আল মামুন সরকার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। এসময় তিনি বলেন গত নির্বাচনের সময় দলের প্রার্থী বার্ধক্যজনিত কারনে ভোটারদের সাথে গনসংযোগ করতে পারেননি। একারনে বিদ্রোহী প্রার্থী সুযোগটা নিয়েছেন। এর সতর্কতা হিসেবে মনোনয়ন দাখিল করার পর থেকেই তিনি ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন। মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমীতে এই মত বিনিময় সভাটি হয়। এসময় জয় পেলে যে কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করবেন তারও বিবরন দেন। প্রতিদ্বন্ধি প্রার্থী শফিকুল আলম এমএসসি’র জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে ৫ বছর দায়িত্ব পালনকালীন কর্মকান্ড বিবেচনা করে ভোট দেয়ার আহবান জানান মামুন। তিনি বলেন- শফিকুল আলম এর আগেও আওয়ামীলীগের মনোনয়ন চেয়ে না পেয়ে অঙ্গীকার ভঙ্গ করে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন।এবারো আওয়ামীলীগের মনোনয়ন চেয়েছিলেন। দলীয় অঙ্গীকার নামা দিয়েছিলেন মনোনয়ন না পেলে নির্বাচন করবেননা। সেই অঙ্গীকার ভঙ্গ করে প্রার্থী হয়েছেন। তিনি ব্যাক্তি প্রার্থী। কোন রাজনৈতিক দল বা সংগঠন এখন পর্যন্ত তার পক্ষ নেয়নি। তার প্রচার অভিযানেও কোন সংগঠনের সম্পৃক্ততা নেই। জেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি মিনারা আলম এবং তার ভাই শ্রমিকলীগ সভাপতি কাউসার শফিকুল আলমের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন জানিয়ে আল মামুন সরকার বলেন তাদের ব্যাপারে কেন্দ্রে জানানো হয়েছে। তাদেরকে সতর্ক করে জেলা আওয়ামীলীগ বিবৃতি দিয়েছে। এরপরও নিবৃত্ত না হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সহ-সভাপতি মজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারন সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ মিজানুর রেজা, বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম প্রমুখ।
 গণহত্যা-দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল
২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
রাজনৈতিক দলগুলো ৫৩ বছরেও সংস্কার করতে পারেনি: রিজওয়ানা